শিবগঞ্জে সমাজ সেবা দপ্তরের আয়োজনে দুঃস্থদের মাঝে অনুদান প্রদান
প্রকাশ: ২২ জুন ২০২২, ১৯:৫৬ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ১৯:১৯
বগুড়ার শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ে মাধ্যমে অসহায়, দুঃস্থদের মাঝে অনুদান প্রদান ও সামাজিক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
২২জুন বুধবার সকালে উপজেলা সমাজ সেবা কার্যালয়ে মাধ্যমে ৮০ জন এবং জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সাহায্যে ২৬ জনের মাঝে নগদ ১ লক্ষ টাকা অনুদান বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তারক নাথ কুন্ডু, বগুড়া জেলা সমাজ সেবা কার্যালয়ে উপ-পরিচালক আবু সাইদ মোঃ কাউছার রহমান, সহকারি পরিচালক (প্রশাসন) শফিকুল ইসলাম, আতাউর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) জাহিদ হাসান প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত