শিবগঞ্জে নৌকা প্রতীক চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন
প্রকাশ: ২ নভেম্বর ২০২১, ১৪:২২ | আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ০৭:৪৬
গতকাল সোমবার বগুড়ার শিবগঞ্জ প্রেস ক্লাবে উপজেলার কিচক ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগ সমর্থিক চেয়ারম্যান প্রার্থী এবিএম শাহজান চৌধুরী এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ(ইউপি) নির্বাচনে আমি বগুড়া শিবগঞ্জ উপজেলার ২ নং কিচক ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের একজন প্রার্থী।
গত শনিবার বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আমার প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জামিরুল ইসলাম রনি আমার বিরুদ্ধে নানান অভিযোগ এনেছেন। অভিযোগে তিনি বলেছেন, আমার লোকজন তাকে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে দিচ্ছে না। যা সত্য নয়। নির্বাচনে নিজের পরাজয় নিশ্চিত জেনে তিনি বাড়ি থেকে বের হচ্ছেন না। তার কর্মী-সমর্থকদের নুন্যতম খরচ না দেয়ার কর্মীরা মুখ র্ফিরিয়ে নিয়েছেন। প্রচারের জন্য কোনো কর্মী পাচ্ছেন না তিনি। এক সময় এই ইউনিয়ন জামাত-বিএনপির ঘাঁটি থাকলেও গত নির্বাচনে বিপুল ভোটে নৌকা মার্কা বিজয়ী হয়েছেন। তারপর থেকেই ব্যাপক উন্নয়ন কাজ হয়েছেন। এখন এই ইউনিয়ন নৌকার ঘাঁটিতে পরিণত হয়েছে। আসন্ন নির্বাচন নৌকা মার্কায় মাঠ খুবই ভালো, এটা তারা বুঝতে পেরেছে। তাদের জনসমর্থন নেই নির্বাচনে তাদের ভরাডুবি হবে এটা বুজতে পেরেই তিনি আমার বিরুদ্ধে নানা ভুয়া ভিত্তিহীন ও আজগুবি অভিযোগ এনেছেন।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগে বলেন, ২৬ অক্টোবর রাত সাড়ে ১০টায় সোনার পাড়ায় তার কর্মীবাহিনীর ওপর আমার লোকজন হামলা করেছে যা সত্য নয়। প্রকৃত ঘটনা হচ্ছে সোনারপাড়া হচ্ছে ওই প্রার্থীর এলাকা। সেখানে আমার কর্মীরা থেকেই গণসংযোগ করে নৌকা মার্কার পক্ষে ভোট চাইতে ছিল। তখন তার লোকজন লাঠি-শোঠা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার কর্মীদের ওপর হামলা করে। এতে আমাদের ৫জন কর্মী আহত হয়। এঘটনায় আমরা আইন হাতে তুলে না নিয়ে বিষয়টি তাৎক্ষনিক থানা পুলিশকে জানিয়েছি। তারপরও আমরা সত্য উদঘাটনে জন্য সুষ্ঠু তদন্ত দাবি করছি।
আগামী ১১ নভেম্বরের নির্বাচনে নৌকার জোয়ারে ভীত সন্ত্রন্ত হয়ে জামিরুল ইসলাম রনি ভরাডুবির আশঙ্কায় চিন্তিত হয়ে একের পর এক ভিত্তিহীন অভিযোগ দাড় করাচ্ছে। আমরা গণতন্ত্রে বিশ্বাসী। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন আমাদের কাম্য। নির্বাচনে আমরা কোনো পক্ষপাতিত্ব চায় না। ১১ নভেম্বর সাধারণ মানুষ নৌকা মার্কায় সিল দিয়ে বিপুল ভোটে আমাকে বিজয়ী করবেন ইনশাআল্লা। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক আবু সাইদ প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত