শিবগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সময় বিদ্যুৎ কর্মীকে পিটিয়ে হত্যা, এজিএম সহ আহত-৫

  রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১১ জুন ২০২২, ১৫:৫০ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ২৩:০৬

বগুড়ার শিবগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সময় পল্লী বিদ্যুতের এক কর্মীকে পিটিয়ে হত্যা করছে দুর্বৃত্তরা। গ্রামবাসীর পিটুনিতে আব্দুল হান্নান (৩২) নামের পল্লী বিদ্যুতের এক কর্মী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন এজিএমসহ আরও ৫ জন।

শুক্রবার (১০ জুন) গভীর রাতে শিবগঞ্জ উপজেলার ভায়েরপুকুর বন্দরে এঘটনা ঘটে। নিহত আব্দুল হান্নান শিবগঞ্জের পিরব পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন। তিনি শাজাহানপুর খোট্টাপাড়া ইউনিয়নের জালশুকা গ্রামের মোজাম্মেল হকের ছেলে। জানাগেছে, পিরব পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রকিবুজ্জামানের নেতৃত্বে ৫ জন কর্মী শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার ভায়েরপুকুর বন্দরে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে যান। 

এ সময় হামলায় ওই প্রতিষ্ঠানের সহকারি মহাব্যবস্থাপকসহ আরও ৫জন আহত হয়েছেন। আহতরা হলেন- পল্লী বিদ্যুৎ সমিতির ওই একই কার্যালয়ের মহাব্যবস্থাপক (এজিএম) রকিবুজ্জামান এবং চার লাইনম্যান যথাক্রমে পিন্টু প্রামাণিক, বিকাশচন্দ্র, ফারুক হোসাইন এবং আজিজুল হক। আর ঘটনাস্থলেই মৃত্যু হয় হান্নানের। এঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে  পাঁচজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- পরনন্দপুর এলাকার শাখাওয়াত হোসেনের ছেলে আবু সাইদ(৫০), সাইদের ছেলে সোহেল রানা(২৩), বড়বেলঘড়িয়া এলাকার ইমারউদ্দীনের ছেলে ইমরান কাজী(৩২), চন্দনপুর এলাকার জহুরুল ইসলামের ছেলে আতাউর(৩০) এবং একই এলাকার খাজা বাহাউদ্দিনের বাবর আলী(৩০)।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক কুমার দাস বলেন, নিহত আব্দুল হান্নানের মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পল্লী বিদ্যুতের এজিএম রকিবুজ্জামান বাদী হয়ে ১৯ জনকে আসামি করে এবং অজ্ঞাত ৫০/ ৬০ জনের নামে মামলা করেছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত