লৌহজংয় জাটকা ইলিশ পরিবহনের দায়ে ৪ জনকে কারাদণ্ড 

  লৌহজং হতে শেখ মো.সোহেল রানা:

প্রকাশ: ৯ এপ্রিল ২০২৩, ১১:৫৯ |  আপডেট  : ৯ জানুয়ারি ২০২৫, ১১:১২

মুন্সীগঞ্জ লৌহজংয়ে উপজেলায় বেজগাঁও ইউনিয়ন বাঘের বাড়ি এলাকা থেকে গতকাল শনিবার সকাল ৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ১২০কেজি জাটকা ইলিশ পরিবহনের দায়ে চার জনকে আটক করা হয়।

পরে লৌহজং উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম‍্যমাণ আদালতের নির্বাহী ম‍্যাজিস্ট্রেট মো. আব্দুল আউয়াল তাদের এক মাসের কারাদণ্ড দেয়। অভিযুক্ত ৪ জনকে লৌহজং থানা পুলিশের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।

লৌহজং উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারি হাওলাদার মো.মনিরুজ্জামান ও  ইলিশ সম্পদ উন্নয়ন ব‍্যবস্থাপক ক্ষেত্র সহকারি মো.আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ভ্রাম‍্যমাণ আদালতে মাধ্যমে দন্ডিত চার জন হলেন :
১। মো. আনোয়ার পিতা. রাজ্জাক মাদবর,
২। মো. রাজন সরদার পিতা. মেহের সরদার,
৩। রাম প্রসাদ রাজবংশী পিতা. রূপলাল রাজবংশী, 
৪। গোবিন্দ রাজবংশী  পিতা.রতন রাজবংশী। 

উল্লেখ্য জাটকা ইলিশ ১২০ কেজি পরে লৌহজংয়ের বিভিন্ন মাদ্রাসায় বিতরণ করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত