সংসদ সদস্য এমিলি সংসদয়ী স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত
লৌহজংয়ে আনন্দ মিছিল
প্রকাশ: ৭ জুন ২০২৩, ১৬:৫২ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ১০:১৬
মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি শিক্ষা মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমটিরি সভাপতি নবনির্বাচিত করায় মুন্সীগঞ্জ লৌহজংয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
উপজলোর ঘোড়দৌড় বাজারে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হোসেন বেপারীর নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।
গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত এ আনন্দ মিছিলে শত শত মানুষ অংশগ্রহণ করনে। আনন্দ মিছিল শেষে স্থানীয়দের মাঝে মিষ্টি বিতরণ করে সকলের নিকট সাংসদের জন্য দোয়া র্প্রাথনা করেন। এ সময় উপস্থিত ছিলেন কনকসার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মনির হোসেন মোড়ল, উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মাদবর, লৌহজং- তেউটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু নাসের রতন, উ্পজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জামাল শেখ, সালাউদ্দিন মাদবর, তুহিন বেপারী, ইকবাল তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুপান্থ বেপারী, জুয়েল দেওয়ান প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত