লৌহজংয়ের হলদিয়ায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল 

  লৌহজং থেকে মিজানুর রহমান ঝিল্লু

প্রকাশ: ২৭ মে ২০২৩, ০৭:৩৬ |  আপডেট  : ১০ জানুয়ারি ২০২৫, ০৫:৫০

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকি প্রদানকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে হলদিয়া বাজারে এ মিছিল ও প্রতিবাদ সভা হয়

হলদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জোবায়ের হাসান ফাহিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লাদেন ঢালীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি  ও হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি বদরুল আলম সমাপ্ত, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মোল্লা, ধর্ম বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ সিকদার, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মনির হোসেন ঢালী, সদস্য রুবেল শেখ, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দুলু খান, হলদিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তানভির আহমেদ রনি, ৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ফরিদ দেওয়ান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত হোসেন, সাংগঠনিক সম্পাদক লৌশন মল্লিক, উপ ধর্ম বিষয়ক সম্পাদক উজ্জ্বল দাস, সহ-সম্পাদক জিসান, সদস্য সিফাত হোসেন, সদস্য অপু, সদস্য আবীর বাশার, লৌহজং উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আহ্বায়ক তানজিল আহমেদ তনু, ১ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নাঈম হোসেন, সাধারণ সম্পাদক মিহাম, ৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক দিদানসহ ওয়ার্ডের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত