লৌহজংয়ে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রকাশ: ২০ এপ্রিল ২০২২, ১২:১৩ | আপডেট : ৯ জানুয়ারি ২০২৫, ১১:২৭
মুন্সীগঞ্জের লৌহজংয়ে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে লৌহজংয়ের সরকারি হলদিয়া উচ্চ বিদ্যালয়ে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আউয়াল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীর, একাডেমিক সুপার মো. সোহেল হায়দার খান, প্রবীণ সাংবাদিক অলক কুমার মিত্র, গ্রামনগর বার্তার প্রকাশক খান নজরুল ইসলাম হান্নান, লৌহজং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজাহান খান সাজু প্রমুখ।
উপজেলার দুটি কলেজ, ১২টি ডাচ বিদ্যালয় ও ছয়টি দাখিল মাদ্রাসার ৮৪ জন শিক্ষার্থী তিনটি গ্রুপে ভাষা ও সাহিত্য, গণিত ও কম্পিউটার, বিজ্ঞান এবং বাংলাদেশ স্টাডিজ বিষয়ে প্রতিযোগিতায় অংশ নেয়।
প্রতিযোগিতায় বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ে প্রথম স্থান অধিকার করে লৌহজং মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র মোঃ রিফাত। দ্বিতীয় হয়েছে লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মারুয়া সাফা এবং তৃতীয় হয়েছে ইউনুস খান মেমোরিয়াল কলেজের একাদশ শ্রেনির ছাত্রী মাহমুদা আক্তার সিঞ্জু।
গনিতের ও কম্পিউটার বিষয়ে প্রথম : কাজির পাগলা এটি ইন্সটিটিউশনের অষ্টম শ্রেণির ছাত্র মুশফিকুর রহমান রিফাত, দ্বিতীয় : হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র তাবাচ্ছুস এবং তৃতীয় হয়েছে সরকারি লৌহজং কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র তাসনিম তমাল।
দৈনন্দিন বিজ্ঞান বিষয়ে প্রথম : মাহমুদা খানম মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী তামিয়া খানম তাসমিন, দ্বিতীয় : হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সুমাইয়া আলী এবং তৃতীয় হয়েছে ইউনুস খান মেমোরিয়াল কলেজের একাদশ শ্রেনির ছাত্রী তানজিলা খানম তামিম।
ভাষা ও সাহিত্য বিষয়ে প্রথম : লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী নুসরাত জাহান অন্তরা, দ্বিতীয় : নওপাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মারিয়া আক্তার এবং সরকারি লৌহজং কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী তামান্না ফেরদৌস তৃতীয় হয়েছে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত