রাতভর চলেছে ধাওয়া-পাল্টা ধাওয়া
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১১:২৩ | আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ০৫:০২
ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে রাতভর ধাওয়া-পাল্টা ধাওয়া চলেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন এমন অভিযোগে সায়েন্সল্যাব অবরোধের পর প্রো-ভিসি বাসভবনের দিকে আসতে চাইলে মুখোমুখি অবস্থান নেওয়াকে কেন্দ্র করে রোববার (২৬ জানুয়ারি) দিবাগত রাত ১১টা থেকে ভোর ৩টা পর্যন্ত এ ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।
তবে সকালে নীলক্ষেত, মুক্তি ও গণতন্ত্র তোরণ এলাকায় স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। অন্য দিনের তুলনায় কিছুটা বাড়তি সতর্কতাও নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে দেখা যায়, যান চলাচল স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর কোনো ঘটনা ঘটতে পারে এমন আভাসও পাওয়া যায়নি।
এদিকে, রাতভর উত্তেজনাকে কেন্দ্র করে জরুরি মিটিং ডেকে সোমবারের সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে।
এর আগে রোববার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজ শিক্ষার্থীরা। একইসঙ্গে রাজধানীর টেকনিক্যাল মোড় এবং তাঁতীবাজারেও সড়ক অবরোধ করেন তারা। তাদের অভিযোগ, সাত কলেজের সমস্যা ও ভর্তির আসন সংখ্যা কমানোর বিষয়ে ঢাবির প্রো-ভিসির (শিক্ষা) কাছে গেলে তিনি অশোভন আচরণ করে রুম থেকে বের করে দেন। তিনি বলেছেন, সাত কলেজের বিষয়ে কিছু জানেন না। এমন ঘটনা খুবই নিন্দনীয়। এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসিকে প্রকাশ্যে রাস্তায় এসে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে বলেন শিক্ষার্থীরা। একইসঙ্গে ৫ দফা দাবিও রাতের মধ্যে পূরণ করার দাবি জানান।
অপরদিকে বিষয়টি নিয়ে ঢাবি প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের কার্যালয়ে বিভিন্ন দাবি নিয়ে যাওয়া অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা হট্টগোল ও মব তৈরি করেছেন।
সা/ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত