রমজানে দুর্বল লাগলে কিছু কার্যকর পদক্ষেপ

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১২:৫৫ | আপডেট : ১৩ মার্চ ২০২৫, ১৪:৩৩

রমজান হলো ইসলাম ধর্মের পবিত্রতম মাস, যেখানে মুসলিমরা সিয়াম (রোজা) পালন করে। এটি হিজরি ক্যালেন্ডারের নবম মাস এবং ইসলামের পাঁচ স্তম্ভের একটি। হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি ঈমানের সঙ্গে রোজা রাখে, আল্লাহ তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেন।
রোজা শরীরের জন্য উপকারী, এটি হজম শক্তি বাড়ায় ও টক্সিন দূর করে। কিন্তু এই গরমে রোজা রেখে অনেকেই ক্লান্ত ও অসুস্থ হয়ে পরেন। তাই রমজানে দুর্বলতা কমিয়ে শরীর ঠিক রাখতে কিছু কার্যকর পদক্ষেপ নিতে পারেন যাতে শরীর সুস্থ থাকে এবং রোজা রাখা সহজ হয়।
দুর্বলতা দূর করার জন্য করণীয়:
১. সঠিক খাদ্য গ্রহণ করুন
- সাহরিতে পুষ্টিকর খাবার খান: ধীর-পাচ্য কার্বোহাইড্রেট যেমন ওটস, লাল চাল, আটার রুটি, শাকসবজি ইত্যাদি খান যাতে শক্তি দীর্ঘ সময় ধরে থাকে।
- প্রোটিন যুক্ত খাবার খান: ডিম, মাংস, ডাল, দই খেলে শক্তি ধরে রাখা সহজ হয়।
- পর্যাপ্ত চর্বি ও ফাইবার যুক্ত খাবার খান: বাদাম, অ্যাভোকাডো, অলিভ অয়েল ইত্যাদি খান, যা ধীরে ধীরে শক্তি সরবরাহ করে।
- ইফতারে ভারসাম্যপূর্ণ খাদ্য গ্রহণ করুন: খেজুর, ফল, পানি দিয়ে শুরু করুন, তারপর হালকা খাবার খান, ভাজাপোড়া এড়িয়ে চলুন।
২. পর্যাপ্ত পানি পান করুন
- ইফতার থেকে সাহরি পর্যন্ত ৮-১০ গ্লাস পানি পান করুন।
- ডিহাইড্রেশন রোধ করতে ক্যাফেইন (চা, কফি) কমিয়ে দিন।
৩. আরাম ও বিশ্রাম নিন
- পর্যাপ্ত ঘুম (৬-৮ ঘণ্টা) নিশ্চিত করুন।
- দিনে ১৫-২০ মিনিট বিশ্রাম নিলে ক্লান্তি কমবে।
৪. অতিরিক্ত কাজ এড়িয়ে চলুন
- অতিরিক্ত শারীরিক পরিশ্রম কমান।
- রোদে বেশি সময় থাকা থেকে বিরত থাকুন।
- হালকা ব্যায়াম করুন তাতে শরীরের পেশীর কার্যক্ষমতা বৃদ্ধি পাবে।
৫. সঠিকভাবে রোজা পালন করুন
- যদি খুব দুর্বল লাগে, চিকিৎসকের পরামর্শ নিন।
- দীর্ঘস্থায়ী অসুস্থতা থাকলে বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে রোজা রাখুন।
সা/ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত