রংপুরের কাউনিউয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা ও জনদূর্ভোগ চরম আকার ধারন করেছে

  সারওয়ার আলম মুকুল

প্রকাশ: ২ আগস্ট ২০২৩, ১৮:০১ |  আপডেট  : ২ জানুয়ারি ২০২৫, ১০:২৫

কাউনিয়ার প্রাণকেন্দ্র বালিকা বিদ্যালয় মোড় থেকে থানা রোডটি সংস্কারের জন্য দীর্ঘদিন ধরে জনসাধারন দাবী করে আসলেও কার্যকর কোন পদক্ষেপ নেই। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ও জনদূর্ভোগ চরম আকার ধারন করেছে।

সরেজমিনে গিয়ে দেখাগেছে মোড় থেকে তকিপল বাজার যাওয়ার একমাত্র জনগুরুত্বপূর্ণ রাস্তাটিতে বর্ষা মৌসুমে পানি জমে একদিকে যেমন জনদূর্ভোগ বৃদ্ধি পায় অন্য দিকে রাস্তাটি ভেঙ্গে গিয়ে বড় বড় খানাখন্দেও সৃষ্টি হয়েছে। রাস্তাটি প্রায় সম্পূর্ন ভেঙ্গে গিয়ে যানচলাচলে ঘটছে দুর্ঘটনা। বিগত বছর গুলোতে তিন দফায় প্রায় ৬ লাখ টাকা ব্যায়ে পানি নিষ্কাশনের জন্য একটি ড্রেন নির্মান করা হলেও ড্রেন দিয়ে পানি বাহির হতে না পারায় জনদুর্ভোগ তীব্র আকার ধারন করে। ড্রেনটি ময়লা দোকানের ময়লা আর্বজনা দিয়ে ভর্তি হয়ে যাওয়ায় পানি বের হতে না পারায় অল্প বৃষ্টিতেই হাটু পানি জমে যায়। জনগুরুত্বপূর্ণ এ রাস্তা দিয়ে সোনালী ব্যাংক, সাব রেজিস্ট্রি অফিস, টিএন্ডটি, ব্র্যাক, গ্রামীন ব্যাংক, আশা, থানা, পোস্ট অফিস, মহিলা কলেজ, বালাপাড়া ইউনিয়ন পরিষদ, সরকারী হাই স্কুল, সরকারী প্রাথমিক বিদ্যালয়, কেন্দ্রীয় ঈদগা মাঠ, কাউনিয়া কলেজ ও তকিপল হাট যেতে হয়। 

বালিকা বিদ্যালয় মোড়ের ব্যবসায়ী নুরুজ্জামান, রফিকুল, জসিম জানান ভাঙ্গা রাস্তা ও বৃষ্টির দিনে রাস্তায় পানি জমার কারনে গ্রাহক এই রাস্তাদিয়ে আসতে চায় না ফলে ব্যবসা মন্দা যায়। রিক্সা চালক আনারুল ও হজরত আলী জানান রাস্তাটিতে বর্ষায় পানি জমে কার্পেটিং উঠে গিয়ে বড়বড় গর্তের সৃষ্টি হয়ে বেশ কয়েকজনের রিক্সা ভ্যান ভাঙ্গা সহ প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি জানান, রাস্তার পানি নিস্কাশনে ড্রেন নির্মানের জন্য বরাদ্দ পাওয়া গেছে, কমিটি এখন পর্যন্ত কোন দিক দিয়ে ড্রেন হবে তা দেখাতে না পারায় কাজ শুরু করা যাচ্ছেনা। এছাড়া ড্রেন নির্মানের পর রাস্তার কাজ হবে। ড্রেন নির্মান কমিটির আহবায়ক বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী জানান, দ্রুত সময়ের মধ্যে রাস্তার সীমানা নির্ধারনের পরই ড্রেনের কাজ শুরু হবে। নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক জানান, রাস্তা সংস্কার ও পানি নিস্কাশনে ড্রেনের বিষয়ে ইউপি চেয়ারম্যান আনছার আলী ও উপজেলা প্রকৌশলীকে বলেছি। আশা করছি খুব দ্রুত সমস্যার সমাধান হবে। গুরুত্বপূর্ণ রাস্তাটির পানি দ্রুত নিস্কাশন ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছে ব্যবসায়ীসহ এলাকাবাসী। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত