মেহেরপুর পৌরসভার কাউন্সিলর পদপ্রার্থী রিয়াদের মনোনয়নপত্র জমা

  মেহেরপুর জেলা প্রতিনিধি:

প্রকাশ: ১৭ মে ২০২২, ২০:৩৫ |  আপডেট  : ১১ জানুয়ারি ২০২৫, ০৯:০৯

আগামী ১৫ জুন মেহেরপুর পৌরসভা নির্বাচনে ৬ নং ওয়ার্ড কাউন্সিলরের মনোনয়নপত্র জমা দিলেন মেহেরপুর জেলার ইটভাঙ্গা মালিক সমিতির সভাপতি, বড়বাজার ব্যবসায় সমিতির প্রচার সম্পাদক ও জেলা যুবলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য বোরহানুল আজিম রিয়াদ। মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে বোরহানুল আজিম রেয়াদ মনোনয়নপত্র জমাদেন।

উল্লেখ্য ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে, বাছাই ১৯ মে, আপিল দায়ের ২০, ২১ ও ২২ মে। আপিল নিষ্পত্তি ২৩, ২৪ ও ২৫ মে। এ ছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে এবং ভোট গ্রহণ ১৫ জুন। বোরহানুল আজিম রিয়াদ ৬ নং ওয়ার্ডবাসী সহ সকলের কাছে দোয়া কামনা করেছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত