মেহেরপুরে বিনামূল্যে কাপড় ও খাদ্য সামগ্রী বিতরন

  মেহেরপুর প্রতিনিধিঃ

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২২, ২২:২২ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ১৬:০২

মেহেরপুরে ক্রয় সামর্থ্যহীন ও অসহায় আড়াই’শ জন মানুষের মাঝে ঈদেও পোশাক ও খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। আজ শনিবার বেলা ১২টার দিকে আমদাহ চেয়ারম্যান বাড়ী প্রাঙ্গণে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান তানভীর আহমেদ এর নিজ উদ্দ্যেগে সদর উপজেলার আমদাহ ইউনিয়নের আড়াই’শ জন ক্রয় সামর্থ্যহীন ও অসহায় মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি, পোলাওয়ের চাল, সেমাই, ডাল, দুধ, আটা, চিনি, তেল, মসলা বিতরন করা হয়েছে। 

এসময় মেহেরপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা রুস্তম আলী, মেহেরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক রামিজ আহসান, মেহেরপুর জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহফুজা খাতুন, আমদাহ ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রওশন আলী টোকন, আমদাহ যুব সংঘের সভাপতি রোকনুজ্জামান, আমদাহ ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক রিন্টু হোসেন প্রমূখ সেখানে উপস্থিত ছিলেন। এসময় মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান তানভীর আহমেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী অসহায় এবং কর্মহীন মানুষের পাশে থেকে তাদের সাহায্য সহযোগিতা করার চেষ্টা করে যাচ্ছি। ক্রয় সামর্থ্যহীন ও অসহায় মানুষের জন্য বিনা মূল্যে পরার জন্য শাড়ি এবং লুঙ্গি, ঈদের বাজার হিসেবে পোলাওয়ের চাল, সেমাই, ডাল, দুধ, আটা, চিনি, তেল, মসলা বিতরন করা হয়েছে। যেন এসব মানুষ পরিবার পরিজন নিয়ে কিছুটা সাচ্ছন্দে ঈদের দিন কাটাতে পারে। এই ধারাবাহিকতা অব্যহত থাকবে বলেও জানান তিনি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত