মেহেরপুরে কাফনের কাপড় পরে ব্যবসায়ীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
প্রকাশ: ১২ জুন ২০২২, ১৫:৫৯ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১৫:৩৮
মেহেরপুরে র্কোট জামে মসজিদ মার্কেটের ২৫ টি দোকান উচ্ছেদের প্রতিবাদে মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতির পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী চতুর্থ দিনের কর্মসূচি হিসেবে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল শেষে ব্যবসায়ীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে।
রবিবার সকালের দিকে হোটেল বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করে। হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমনের নেতৃত্বে কাফনের কাপড় পরে কাঁসারি বাজার এলাকা থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এ সময় হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে সিনিয়র সহ-সভাপতি শেখ মোমিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক ও মেহেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি‘র সভাপতি গোলাম রসুল, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বকুল প্রমূখ্। সময় বক্তারা বলেন, তাদের দাবি-দাওয়া না মানা হলে মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতির ঘোষিত পরবর্তি কর্মসূচির শেষ দিন ১৩ জুন থেকে আমরণ অনশন কর্মসূচি, প্রয়োজনে হরতালের মত কর্মসূচি দেবে ও মেহেরপুর পৌরসভা নির্বাচন বর্জন করবে বলে হুঁশিয়ারি করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত