মেহেরপুরে আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিক পালন  

  মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুন ২০২২, ১৪:৫৩ |  আপডেট  : ১১ জানুয়ারি ২০২৫, ০৮:৫৪

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিক পালন উপলক্ষে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনের সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। 

মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এমএ খালেক, সহ-সভাপতি এডভোকেট মিয়াজান আলী, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আবদুল মান্নান উপস্থিত থেকে পতাকা উত্তোলন এবং পুষ্পমাল্য অর্পণ করেন। পরে সেখানে মেহেরপুর পৌর আওয়ামী লীগ, জেলা যুব মহিলা লীগ, ছাত্রলীগের পক্ষ থেকে পৃথকভাবে পুষ্পমাল্য অর্পণ করেন।


 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত