মুন্সীগঞ্জ সদর উপজেলায় ধলেশ্বরী নদী তীরের ১৮ অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রকাশ: ২৩ মে ২০২৩, ১৬:২৮ | আপডেট : ১ জানুয়ারি ২০২৫, ২০:৪৩
মুন্সীগঞ্জ সদর উপজেলায় ধলেশ্বরী নদীর তীরের ১৮ অবৈধ স্থাপনা ও ভরাট উচ্ছেদ করা হয়েছে।বিআইডব্লিউটিএ'র অভিযানে উচ্ছেদের পাশাপাশি চারটি নৌযানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ফিরিঙ্গি বাজার ও মিরেশ্বরাই এলাকার প্রায় এক কিলোমিটার জুড়ে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। এতে অবৈধ ১৮টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বিআইডব্লিউটিএ'র নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ বলেন, 'হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ধলেশ্বরী নদীর উভয় তীরে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সোমবার মিরেশ্বরাই ও ফিরিঙ্গি বাজার এলাকার এক কিলোমিটার এলাকা হতে ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবারও এ উচ্ছেদ অভিযান চলবে। পশ্চিম মোক্তারপুর থেকে মিরেশ্বরাই পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার এলাকা জুড়ে অভিযান চালানো হবে। এতে চিহ্নিত করা ৭৬টি অবৈধ স্থাপনা ও ভরাট উচ্ছেদ করা হবে।'
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত