শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস

মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের দোয়া ও আলোচনা সভা 

  মোঃ‌লিটন মাহমুদ , মুন্সীগঞ্জঃ

প্রকাশ: ১৭ মে ২০২২, ২১:১৮ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ০৩:৩৩

মুন্সীগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪১ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে দোয়া ও আলোচনা হয়েছে। আজ (১৭ মে) মঙ্গলবার বিকাল ৫ টার দিকে শহরের পুরাতন কাচারিস্হা জেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে দোয়া ও আলোচনা সভা হয়। 

মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি জালাল উদ্দীন রুমি রাজন এ দোয়া ও আলোচনা সভা আয়োজন করেন।

এতে উপস্থিত ছিলেন -মুন্সীগঞ্জ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল ইসলাম শুক্কুর, শহর যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম এলান, পৌরসভার কাউন্সিলর আনোয়ার হোসেন মন্ডল, শহর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শরীফ খালাশী, সদর থানা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক আরিফ মিজি, সাবেক ছাত্রলীগ নেতা অপু গাজী। 

শহর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আরাফাত খালাসীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন -সাবেক ছাত্রলীগ নেতা মাসুদ রানা, শহর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি নাহিদ হাসান শান্ত, থানা ছাত্রলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক শাকিল মাদবর, শহর ছাত্রলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক দিপু দেওয়ান, সাবেক ছাত্রলীগ সদস্য মামুন প্রমুখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত