মুন্সীগঞ্জে মাদকদ্রব্য উদ্ধার ও আসামী গ্রেপ্তার তিন

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২৫, ১৯:০৬ |  আপডেট  : ২৩ মে ২০২৫, ২৩:৩৫

মুন্সীগঞ্জ পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় গত কাল ২২ মে রাত আনুমানিক সাড়ে ১০ টার সময় মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ সাইফুল আলমের নেতৃত্বে সঙ্গীয় অফিসার-ফোর্সসহ পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ থানাধীন মুন্সীগঞ্জ পৌরসভাস্থ গণকপাড়া ওমর ফারুকের রিক্সার গ্যারেজের সামনের পাঁকা রাস্তায় অভিযান পরিচালনা করে। এসময় উক্ত স্থানে ৩ (তিন) জন লোক মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রি করাকালে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ২০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ৩ জনকে আটক পুলিশ।

অভিযুক্ত নাসির উদ্দিন (৪৪) সোহান (২৯) রাসেল হোসেন @ হৃদয় (৩০)-কে গ্রেফতারপূর্বক দেহ তল্লাশিকালে তাদের কাছ থেকে আলাদা আলাদা করে মোট ২০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় এজাহার দায়ের এবং তৎপ্রেক্ষিতে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে এতথ্য নিশ্চিত করেন মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত