মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার এক

প্রকাশ: ২৩ মে ২০২৫, ১৯:০৯ | আপডেট : ২৩ মে ২০২৫, ২৩:৩৫

মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১৮০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আলামিন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ২৩ মে শুক্রবার রাত অনুমান ১২ টা ১০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার উত্তর পাইকপাড়া সাকিনস্থ জনৈক নূর ইসলাম এর দোকানের সামনে হতে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ১৮০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ অভিযুক্ত আলামিন (৪৫) কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী আল আমিন(৪৫),টংগীবাড়ী থানার উত্তর পাইকপাড়া বড়বাড়ি মৃত রহিম তালুকদারের ছেলে।আসামীর বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী থানায় এজাহার দায়ের করা হইয়াছে। নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন বলে এতথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত