মুন্সীগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে কলেজ ছাত্র গ্রেপ্তার

  লিটন মাহমুদ

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১০:৪৬ |  আপডেট  : ১৩ জানুয়ারি ২০২৬, ০৭:১৪

মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের গণিত বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র কানাই চন্দ্র দাসকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরে ধর্ম অবমাননামূলক পোস্ট দেওয়ার অভিযোগে সহপাঠীদের হাতে মারধরের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গ্রেপ্তার কানাই চন্দ্র দাস চাঁদপুরের কচুয়া উপজেলার সাতচার গ্রামের রুহি দাসের ছেলে। তিনি হরগঙ্গা কলেজের ছাত্রাবাসে থাকতেন।

পুলিশ ও শিক্ষার্থীদের বরাত দিয়ে জানা যায়, তিন দিন আগে ‘নাস্তিক মঞ্চ’ (Atheist Forum) নামে ফেসবুক আইডি থেকে আল্লাহ ও হযরত মোহাম্মদ (সা.)কে নিয়ে অবমাননাকর পোস্ট দেন কানাই। সোমবার সকাল থেকে পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ওঠে। দুপুরের দিকে কলেজে কানাইকে পেয়ে তারা মারধর করে।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ ও সদর থানার ওসি মো. এম সাইফুল আলম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং কানাইকে আটক করেন। সদর থানার ওসি এম সাইফুল আলম জানান, ধর্ম অবমাননার দায়ে কানাই চন্দ্র দাসকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত