মুন্সিগঞ্জের সিরাজদিখানে ৪র্থ পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহার ঘর ও ভূমি পেল ৩৪ টি পরিবার

  লতা মন্ডল

প্রকাশ: ৯ আগস্ট ২০২৩, ১৭:৪৭ |  আপডেট  : ২ মে ২০২৪, ০৬:২২

বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না, মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মুন্সিগঞ্জ সিরাজদিখান উপজেলায় মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ৪র্থ পর্যায়ে নতুন ঘর ও ভূমি পেল ৩৪ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। 

আজ বুধবার (০৯ আগস্ট) মুজিববর্ষ উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণ ভবন হতে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সারা দেশে ভূমিহীন- গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। সিরাজদিখান উপজেলায় ৪র্থ পর্যায়ে ৩৪ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে মাননী প্রধানমন্ত্রীর উপহার ঘর ও ২ শতক খাস জমি উপহার প্রদান করা হয়। এসময়ে সিরাজদিখান উপজেলার ৩৪টি পরিবারের হাতে দুই শতক জমির দলিল, নামজারি খতিয়ান, ডিসিআর, সেলামী ডিসিআর এবং ঘর ও জমির সনদপত্র তুলে দেয়া হয়। প্রথম পর্যায়ে সিরাজদিখান উপজেলায় ২৫টি.২য় পর্যায়ে ৭৫টি.৩য় পর্যায়ে ১৫টিও ৪র্থ পর্যায়ে ৪৬ টিসহ মোট ১৬১ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর ও দুই শতক জমি বরাদ্দ দেওয়া হয়েছে। সিরাজদিখান উপজেলা অডিটোরিয়ামে উপস্থিত ছিলেন , সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফুল আলম তানভীর। সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্ম হাবিবা ফারজানা , সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক,বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সিরাজদিখান উপজেলার সকল দপ্তরের দপ্তর প্রধানগণ, সিরাজদিখান উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ এবং উপকার ভোগীসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক ব্যক্তিবর্গ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত