মিরকা‌দিমে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  মোঃ‌লিটন মাহমুদ মুন্সীগঞ্জ

প্রকাশ: ১০ জুন ২০২২, ২০:৩৫ |  আপডেট  : ৫ জানুয়ারি ২০২৫, ০৪:৪৯

মুন্সীগঞ্জ সদর উপজেলার  ‌মিরকা‌দিম পৌরসভার উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবলে রিকাবী বাজার ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মুরমা সরকারি প্রাথমিক বিদ্যালয় পৌরসভা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে সদর উপজেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।

আজ শুক্রবার সকাল ১০ টায়  মিরকা‌দিম পৌরসভার গ্রীনও‌য়েল ফেয়ার মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবলে ট্রাইব্রেকারে রিকাবী বাজার ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫-৪ গো‌লে নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরা‌জিত ক‌রে চ্যাম্পিয়ন হয় বালক বিভাগে।

দি‌নের অপর খেলায়  ( বালিকা ) মুরমা সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলো কাগজী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হন ।

খে‌লে শে‌ষে বিজয়ী‌দের মা‌ঝে পুরুস্কার তু‌লে দেন মিরকা‌দিম পৌর আওয়ামী লী‌গে  উপ‌দেষ্টা  মোঃম‌নিরউজ্জামান শরীফ ।

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালঘুর্ণি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মনির হোসেন, নুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  সমীর বিশ্বাস, ইমামচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আনিছুর রহমান, ফুটবল কোচ মোজাম্মেল,  ক্রিকেট কোচ রনি খান চিতা, চেতনায় একাত্তরের   বার্তা সম্পাদক সৌরভ আহমেদ জনি, মনির হোসেন সজিব সহ অন্যরা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত