যুক্তরাষ্ট্র থেকে ভিডিও বার্তায় মিশা সওদাগর

মানুষরূপী কিছু ‘অমানুষ’ সমাজে ছড়িয়ে–ছিটিয়ে আছে

  বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২২, ১০:৫৬ |  আপডেট  : ২৩ এপ্রিল ২০২৪, ০০:৩৯

সমাজের নানা শ্রেণির মানুষ রয়েছেন। এর মধ্যে অনেককেই সংস্পর্শে থেকেও ঠিক চেনা যায় না। এরা মানুষের মধ্যে বসবাস করলেও অমানুষ। শিল্পী সমিতির সাবেক সভাপতি ও খল অভিনেতা মিশা সওদাগর এক ভিডিও বার্তায় এসব কথা বলেছেন। এ শ্রেণির মানুষদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘মানুষ হিসেবে আমাদের জন্ম হলেও সমাজে মানুষরূপী কিছু অমানুষ ছড়িয়ে–ছিটিয়ে রয়েছে।’

বেশ কিছুদিন ধরেই দেশের বাইরে এই অভিনেতা। পরিবার ও ব্যক্তিগত কাজে রয়েছেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকে একসঙ্গে তিনটি সিনেমার প্রচারে এসে ভিডিও বার্তা দিলেন এই খল অভিনেতা। সেই ভিডিওতে ‘অমানুষ’ নিয়ে ওপরের কথাগুলো বলেন তিনি।

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে ‘সাহস’। শুক্রবার দেশের প্রায় ৯০টি প্রেক্ষাগৃহে ‘অমানুষ’ ও ‘তালাশ’ মুক্তি পেয়েছে। ছবির প্রচারে এসে ভিডিও বার্তায় এই খল অভিনেতা বলেন, ‘আমাদের দেশে তিনটা ভালো ছবি মুক্তি পেয়েছে। “অমানুষ” নিরব ও মিথিলা জুটির প্রথম সিনেমা। নায়িকা হিসেবে মিথিলার অভিষেক হতে যাচ্ছে। “তালাশ” নামের আরেকটি সিনেমা মুক্তি পাচ্ছে। সেখানে নায়ক হিসেবে অভিষেক হচ্ছে আদর আজাদের। সিনেমার নায়িকা আমাদের বুবলি। এ ছাড়া চরকিতে মুক্তি পেয়েছে “সাহস”। তিনটি সিনেমার জন্যই শুভকামনা।’

‘অমানুষ’ সিনেমায় এই অভিনেতাকে দেখা যাবে প্রধান খল চরিত্রে। সিনেমাটি নিয়ে তিনি দর্শকদের উদ্দেশে বলেন, ‘“অমানুষ” আমার ছবি। সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে চলছে, আমি বিদেশে অবস্থান করছি। দূর থেকেই জানাই শুভকামনা। সিনেমাটি নিয়ে দুটি কথা বলব। এক হচ্ছে, পৃথিবীতে আল্লাহ আমাদের মানুষ হিসেবে তৈরি করে পাঠিয়েছেন। কিন্তু মানুষরূপী কিছু অমানুষ আমাদের সমাজে ছড়িয়ে–ছিটিয়ে আছে। এটাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই পরিচালক অনন্য মামুন তাঁর দক্ষতা আর অপূর্ব নির্মাণশৈলী দিয়ে সিনেমাটি বানিয়েছেন।’ মিশা আরও জানান, দর্শকের সামনে এবার ভিন্নভাবে আসছেন তিনি।

‘অমানুষ’-এ মিশার চেহারা এমন—খোঁচা খোঁচা কাঁচাপাকা দাড়ি, কোমরে বেল্ট, গায়ে জড়ানো চাদর, সঙ্গে বন্দুক। তিনি এমন একজন, যিনি পুরো জঙ্গল নিয়ন্ত্রণে নিতে চান। জঙ্গলের মধ্যেই পুরো ছবির গল্প। এই অভিনেতা বলেন, ‘এই গেটআপ আগে নিইনি। সব ছবির পেছনে কষ্ট, পরিশ্রম থাকে। তবে এই সিনেমার জন্য আমি চেষ্টা করেছি আলাদাভাবে তৈরি হতে। এর আগে আমি বলেছিলাম “শান” চলবে, সিনেমাটি ঈদে মুক্তির পর চলেছে। সিনেমার নায়ক সিয়াম ভালো করেছেন। “অমানুষ” সিনেমার জন্য নিরব অনেক পরিশ্রম করেছেন, তাঁর জন্য মাইফলক হবে ছবিটা। হলে গিয়ে সিনেমা দুটি দেখুন। বাংলা আমার ভাষা, বাংলা আমার মায়ের ভাষা, বাংলা সংস্কৃতি আমাদের সংস্কৃতি, আপনারা দেখুন। আমরা এত কষ্ট করে সিনেমা বানাই, জীবন দিয়ে দিলাম সংস্কৃতির জন্য, কষ্ট করে যাচ্ছি বাংলা সিনেমায়, আপনারা দেশের সিনেমা দেখুন। সিনেমার পাশে থাকুন।’

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত