মাদারীপুরে অধিকাংশ উপ ডাকঘরগুলো ঝুকিপুর্ণ : সংস্কারের জন্য একাধিকবার পত্র দিলেও মিলছেনা সমধান
এসআর শফিক স্বপন, মাদারীপুর
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ১৮:৫৬ | আপডেট : ৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৯
মাদারীপুরে অধিকাংশ উপ ডাকঘরগুলো ঝুকিপূর্ণ রয়েছে। এর মধ্যে জীবনের ঝুকি নিয়ে রোদ-রোদ-বৃষ্টি কিংবা ঝড়ের মধ্যে সেবা দিচ্ছন কর্মচারীরা।কোথাও দরজা-জানালা নেই, আবার কোথাও খসে পড়ছে ভবনের পলেস্তারা। ব্রিটিশ আমলে নির্মিত ভবনগুলোতেই জীবনের ঝুঁকি নিয়ে চলছে মাদারীপুরের ডাকঘরগুলোর কারকার্যক্রম । বছরের পর বছর সেবা দিলেও কোনো সমাধান পাওয়া যায়নি। কর্মকর্তারা বলছেন, নতুন ভবন নির্মাণের জন্য একাধিকবার চিঠি দিলেও পদক্ষেপ দেখা যায়নি।
ব্রিটিশ আমলে মাদারীপুর পৌর এলাকার চরমুগরিয়ায় নির্মিত ‘উপ-ডাকঘর’টি ১৫টি ইউনিয়নের ডাকঘরের যুগেরপর যুগ কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে একতলা ভবনটির পলেস্তারার অংশ খসে পড়ছে, বেড়ানো রড ক্ষয় হচ্ছে, আর বৃষ্টির পানিতে গুরুত্বপূর্ণ নথিপত্র ভিজে যাচ্ছে। প্রতিমুহূর্তেই কর্মচারীদের জন্য আতঙ্ক এবং ভয়ের পরিস্থিতি তৈরি হচ্ছে।
এছাড়াও মাদারীপুর জেলার বেশিরভাগ ডাকঘরের চিত্র একই। দরজা-জানালা দুর্বল হওয়ায় চোরের আতঙ্ক বাড়ছে। মূল্যবান কাগজপত্র দায়িত্বে থাকা কর্মচারীদের সাঙ্গে করে বাড়ি নিতে হয়। তারা অভিযোগ করেন, বিষয়টি বারবার কর্তৃপক্ষকে জানালেও শুধুই আশ্বাস দেয়ার বাইরে কিছু হচ্ছে না।জানাগেছে, ঝুঁকিপূর্ণ ডাকঘরগুলো নতুনভাবে নির্মাণের জন্য আঞ্চলিক ডাক বিভাগকে জানানো হলেও কোন কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি।
মাদারীপুর জেলায় মোট ৮৪টি ডাকঘর আছে। এর মধ্যে ২৭টি ডাকঘরের বরাদ্দকৃত জমি থাকলেও নিজস্ব ভবন আছে মাত্র ১৬টির। বাকি ৬৮টির কার্যক্রম চলছে ভাড়া করা ভবনে। এই ভাড়া করা ভবনগুলোর অধিকাংশই পরিত্যক্ত এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।চরমুগরিয়া ‘উপ-ডাকঘর’-এর পোস্ট মাস্টার আব্দুস সামাদ ফকির বলেন, ‘এটি সরকারি ভবন। আমরা ৩৮৮৫ টাকা ভাড়া দিয়ে এখানে থাকি। পুরো ভবনই এখন ঝুঁকিপূর্ণ। বৃষ্টি আর ঝড়ে আতঙ্ক নিয়ে কাজ করতে হচ্ছে।’
শহরের পুরাণ বাজার ডাকঘরের পোস্ট মাস্টার মেহেদুল ইসলাম জানান, ‘এখানে কোনো নিরাপত্তা নেই। বৃষ্টির সময় টিনের চালা দিয়ে পানি পড়ে গুরুত্বপূর্ণ কাগজপত্র ভিজে যায়। আলমিরার অবস্থা দারুণ খারাপ। চোরের ভয়ে কাগজপত্র সঙ্গে করে বাড়ি নিয়ে যেতে হয়। নতুন ভবন নির্মাণ হলে এই সমস্যা থেকে মুক্তি পাবো।’
মাদারীপুর প্রধান ডাকঘরের পরিদর্শক মো. জিহাদুল ইসলাম বলেন, ‘একসময় ডাক যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল। ডিজিটাল যুগে জনপ্রিয়তা কিছুটা কমলেও কার্যক্রম থেমে যায়নি। নতুন ভবন নির্মাণ করলে আবারও ডাক কার্যক্রম চাঙ্গা হবে। আমরা একাধিকবার আঞ্চলিক অফিসকে নতুন ভবন নির্মাণের অনুরোধ করেছি, কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেই। দ্রুত নতুন ভবন নির্মাণ করা হোক, এটাই আমাদের দাবি।’
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত