ভালবাসার মেয়র রিটন
প্রকাশ: ১৮ জুন ২০২২, ১০:০৪ | আপডেট : ৫ জানুয়ারি ২০২৫, ০৪:২০
গত ১৫ জুন মেহেরপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ থেকে মেয়র পদে মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয় বারের মতো মাহাফুজুর রহমান রিটন বিপুল ভোটের ব্যবধানে মেয়র হওয়ায় মেহেরপুরের ৯৭ এসএসসি ব্যাচের বন্ধুরা রিটন কে ভালবাসার মেয়র হিসেবে আখ্যায়িত করেন। শুক্রবার রাতে পিয়াদাপাড়া মেয়র রিটনের বাসভবনে ৯৭ ব্যাচের বন্ধুরা তাকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কেক কাটার মধ্য দিয়ে মেয়রের সাথে আলোচনা পর্ব শুরু করেন।
এসময় উপস্থিত ছিলেন মেহেরপুরের এসএসসি ৯৭ ব্যাচের ডাঃ কাজল আলী, ডাঃ আবুল কাশেম, জালাল, রাজা, নাহিদ, এএসআই জালাল, সাগর, তুহিন ইসলাম, বাবু, রাফা, উজ্জল, তুহিন, অশ্রু, শিমুল, হিমু, রিপন, সোহাগ প্রমূখ। আলোচনার সময় তারা পৌরসভার আওয়াতাধীন বেশ কয়েকটির সমস্যার কথা তুলে ধরেন। মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর দ্রুত নিরসনের দাবি জানান তারা। মেয়র রিটন তাদের দাবির কথা শোনেন ও দ্রুত সমস্যাগুলো সমাধান করার কথা জানান।
তিনি আরো বলেন, আমাকে মানুষ দলমত নির্বিশেষে ভালবাসার জায়গা থেকে তাদের মূল্যবান ভোট দিয়েছে। আমি যাতে তাদের এ ভালবাসার জায়গাটা ধরে রাখতে পারি। তার জন্য সকলের কাছে দোয়া চেয়ে রিটন ৯৭ ব্যাচের বন্ধু হিসেবে তাদের কাছে প্রস্তাব রাখেন- আমাদের মধ্যে যারা ডাক্তার রয়েছে পৌরসভার উদ্যোগে ও সার্বিক আয়োজনে মেহেরপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে গরীব, দুঃস্থ ও অসহায় মানুষদের মাসে অন্তত একটি করে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়ার জন্য। এই প্রস্তাবে তারা রাজি হয়ে জানান, আমাদের মেহেরপুরে এসএসসির প্রায় ১২টি ব্যাচের অনেকে ডাক্তার রয়েছে। তাদের সাথে আলাপ করে মেহেরপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে গরীব, দুঃস্থ ও অসহায় মানুষদের ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়ার কথা জানান এসএসসি ৯৭ ব্যাচের বন্ধুরা।
উল্লেখ্য গত ১৫ই জুন মেহেরপুর পৌরসভার নির্বাচনে সতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু কে ৮ হাজার ১৫ ভোটের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হন রিটন। মাহাফুজুর রহমান রিটন (নৌকা) প্রতীক নিয়ে ভোট পান ১৫ হাজার ৪৬১ অপরদিকে মোতাচ্ছিম বিল্লাহ মতু (নারিকেল গাছ) প্রতীক নিয়ে ভোট পান ৭ হাজার ৪৪৬ টি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত