ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে পুণ্যার্থীদের গঙ্গাস্নান

প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১১:৩৫ | আপডেট : ৩ এপ্রিল ২০২৫, ১৫:১৭

ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব পাইকপাড়ার ঐতিহ্যবাহী তিতাস নদীতে অনুষ্ঠিত হলো গঙ্গাস্নান। প্রতিবছরের মতো এবারও চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রৈয়দর্শীতে এই গঙ্গাস্নান অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) গঙ্গাস্নানকে কেন্দ্র করে তিতাস নদীর তীরে ভক্ত-পুণ্যার্থীদের সমাগম ঘটেছে। নদীর উভয়পাশে বসেছে লোকজ মেলা।
পবিত্র স্নান শেষে ভক্ত-পুণ্যার্থী স্বস্তিকা দাস বলেন, প্রতিবছরই এই গঙ্গাস্নানে আমরা আসি। এবারও এসেছি। নদীতে পুণ্যস্নান করার পর আমরা ভগবানের নিকট প্রার্থনা করেছি, নিজের জন্য ও পরিবারের মঙ্গলের জন্য। এ ছাড়া দেশের সকল মানুষ যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে সেজন্য মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করা হয়।’
ভক্ত মোহন সরকার বলেন, ‘নদীর তীরে অনেক ভক্ত তাদের পিতামাতার স্মরণে তিথি শ্রাদ্ধসহ পারলৌকিক ক্রিয়াদি সম্পন্ন করছেন। প্রয়াত বাবা-মা যেন স্বর্গবাসী হন এই প্রার্থনা করছি।’
এ ব্যাপারে নদীর তীরে পারলৌকিক ক্রিয়াদি (তর্পন) সম্পন্নের কাজে নিয়োজিত পুরোহিত নিমাই চক্রবর্তী জানান, এই তর্পনাদী (পারলৌকিক ক্রিয়াদি) সম্পন্ন কারলে মাতৃপক্ষ এবং পিতৃপক্ষ জলপিণ্ড পেয়ে ইহলোকে থাকা তাদের সন্তানদের আশীর্বাদ করে থাকেন।
এদিকে গঙ্গাস্নানকে কেন্দ্র করে নদীপাড়ে বসেছে লোকজ মেলা। মেলায় মণ্ডা-মিঠাই হাওয়াই-মিঠাইসহ হরেক রকমের পসরা নিয়ে বসেছে দোকানিরা। আজ সন্ধ্যা পর্যন্ত এই লোকজ মেলা চলবে।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত