বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে কালিহাতীতে আনন্দ মিছিল

  টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ১০:৫৬ |  আপডেট  : ২৩ জানুয়ারি ২০২৬, ১৬:২৪

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতীক বরাদ্দের পর টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী লুৎফর রহমান মতিন ধানের শীষ প্রতীক পাওয়ায় কালিহাতীতে উপজেলা বিএনপি, পৌরসভা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এলেঙ্গাতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে কালিহাতী উপজেলা বিএনপির আয়োজনে এ বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়।

মিছিলটি এলেঙ্গা বাসস্ট্যান্ডে বিএনপি’র অস্থায়ী থেকে শুরু হয়ে এলেঙ্গা কলেজমোড় ও পুরাতন বাজার প্রদক্ষিণ করে লুৎফর রহমান মতিনের সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় দলীয় নেতাকর্মীদের হাতে অরিজিনাল ধান, ধানের শীষ প্রতীক সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড দেখা যায়।

এর আগে, উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও দুটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে পৃথক পৃথক মিছিল নিয়ে এলেঙ্গা অফিসের সামনে নেতাকর্মী ও সমর্থকরা একত্রিত হয়।

মিছিল শেষে লুৎফর রহমান মতিন বলেন, আজকের এই মিছিল প্রমাণ করেছে কালিহাতীর মানুষ ধানের শীষকে কত ভালোবাসে, মতিন সাহেবকে কত ভালোবাসে, আমাদের নেতা তারেক রহমানকে কত ভালোবাসে। আগামী ২০ টা দিন যদি আপনাদের যদি এই গতিধারা থাকে, আজকের মনোবলের মতো মনোবল যদি থাকে ইনশাল্লাহ্ আগামী ১২ই ফেব্রুয়ারি কালিহাতীতে সর্বোচ্চ ভোটে ধানের শীষ কালিহাতীর রাজনীতিতে ইতিহাস সৃষ্টি করবে। এখন আর মিটিং সমাবেশের সময় নাই। এখন প্রত্যেকটি পাড়ায় মহল্লায় গিয়ে ভোট চাইতে হবে।

মিছিলে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ন শুকুর মাহমুদ, ড্যাবের আজীবন সদস্য ও ঢাকা মেডিকেল কলেজ শাখার উপদেষ্টা ডা. শাহ আলম, কালিহাতী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক  মোজাম্মেল হক হিরো, বিএনপি নেতা ও এলেঙ্গা পৌরসভার সাবেক মেয়র শাফি খান, কালিহাতী উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা, ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা, ময়মনসিংহ কৃষি বিশ^বিদ্যালয়ের সাবেক ছাত্রদলের সভাপতি এসএম খালিদ, কালিহাতী উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ আমিনুর রহমানসহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আনন্দ মিছিলগুলো শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং দুই সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত