প্রেসিডেন্ট ট্রাম্প 'বদলাবেন না', ইউরোপকে নিজেদেরই রক্ষা করতে হবে: জেলেনস্কি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ০৯:৫৮ |  আপডেট  : ২৩ জানুয়ারি ২০২৬, ১৪:৫৮

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প 'বদলাবেন না'। তিনি বলেন, ইউরোপকে নিজেদেরই রক্ষা করতে হবে। গতকাল বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কি এসব কথা বলেন। যদিও বৈঠকটিকে ভালো এবং খুব গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেন এবং বৈঠকের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান জেলেনস্কি।

ট্রাম্পের সঙ্গে এক ঘন্টাব্যাপী বৈঠকের পর জেলেনস্কি দাভোসে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি বলেন, আমেরিকা তার অবস্থান বদলাচ্ছে, কিন্তু ঠিক কীভাবে বদলাচ্ছে, তা কেউ নিশ্চিতভাবে জানে না। সবকিছু খুব দ্রুত বদলাচ্ছে, এই গতির সঙ্গে ইউরোপ কীভাবে তাল মিলাবে?। ইউক্রেনের বিষয়ে ইউরোপ পদক্ষেপ এড়িয়ে চলছে বলেও অভিযোগ করেন তিনি।

জেলেনস্কি জানান, কিছু ইউরোপীয় নেতা ইউরোপের হলেও তারা ইউরোপের পক্ষে নন। আবার কিছু ইউরোপীয় নেতা খুবই শক্তিশালী, কিন্তু তারা সবসময় অন্য কারও কাছ থেকে নির্দেশনা চান। কতদিন শক্ত অবস্থানে থাকতে হবে, সেটাও জানতে চান। জেলেনস্কির ভাষায়, এভাবে কোনো বড় শক্তি পরিচালিত হয় না এবং ইউরোপকে নিজেদের রক্ষা করতে হবে। তার মতে, বর্তমানে যে চ্যালেঞ্জগুলোর মুখে আমরা দাঁড়িয়ে আছি, সেগুলো "ইউরোপীয় জীবনধারার জন্যই বড় চ্যালেঞ্জ।

এদিকে জেলেনস্কি জানিয়েছেন, শুক্রবার (আজ) সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে মুখোমুখি বৈঠক হবে। -বিবিসি ও রয়টার্স

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত