মাদারীপুর-২ আসন

বিএনপির জাহান্দার আলী শক্ত অবস্থানে, ফ্যাক্টর হতে পারে আ.লীগের ভোটব্যাংক

  এসআর শফিক স্বপন মাদারীপুর 

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ১৭:২৫ |  আপডেট  : ২২ জানুয়ারি ২০২৬, ১৮:৫৫

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর-২ আসনে বইছে নির্বাচনী হাওয়া। দীর্ঘ দেড় দশক পর রাজনৈতিক প্রেক্ষাপট বদলে যাওয়ায় এ আসনের সমীকরণ এখন সম্পূর্ণ ভিন্ন। 

বিশেষ করে আওয়ামী লীগ নির্বাচনে না থাকায় দলটির বিশাল ভোটব্যাংক কোন দিকে যাবে, তা নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ। স্থানীয় ভোটারদের মতে, আওয়ামী সমর্থকদের নীরব সমর্থন যে প্রার্থীর ঝুড়িতে পড়বে, তিনিই পরবেন জয়ের মালা।

এ আসনে শক্ত অবস্থানে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জাহান্দার আলী মিয়া। তবে দলের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী হিসেবে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সদ্য বহিস্কৃত  নেতা মিল্টন বৈদ্য। অন্যদিকে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে রিকশা প্রতীকে লড়ছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা আব্দুস ছোবাহান খান।

জাহান্দার আলী মিয়া (বিএনপি) ছাত্রদলের হাত ধরে রাজনীতি শুরু করা জাহান্দার আলী মাদারীপুর সরকারি নাজিমুদ্দিন কলেজের সাবেক জিএস ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি। গত ১৭ বছরের প্রতিকূল পরিস্থিতিতেও তিনি মাঠ ছাড়েননি। বহুবার জেল-জুলুম সহ্য করে তৃণমূল নেতা-কর্মীদের আগলে রেখেছেন। সাধারণ মানুষের সঙ্গে তার নিবিড় যোগাযোগ তাকে জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে রেখেছে। আওয়ামী লীগ সমর্থকদের একটি বড় অংশ তার প্রতি নমনীয় বলে গুঞ্জন রয়েছে। 

জাহান্দার আলী বলেন, "তারেক রহমান ত্যাগী ও নিবেদিতপ্রাণ কর্মীদের মূল্যায়ন করেছেন। আমি বিজয়ী হয়ে উনার এ আস্থার প্রতিফলন ঘটাবো।"

(স্বতন্ত্র/বিদ্রোহী)  মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য  সদ্য বহিস্কৃত   মিল্টন বৈদ্য ইতিপূর্বে দুইবার নির্বাচন করলেও জয়ের মুখ দেখেননি। এবার দলীয় প্রতীক না পেয়ে তিনি স্বতন্ত্র হিসেবে মাঠে নেমেছেন। বছরের বেশিরভাগ সময় ঢাকায় অবস্থান করায় স্থানীয় কর্মীদের সাথে তার একধরনের দূরত্ব তৈরি হয়েছে। এমনকি হিন্দু সম্প্রদায়ের একটি বড় অংশ তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলে শোনা যাচ্ছে। নির্বাচনী মাঠে প্রভাব বিস্তারে তিনি হিমশিম খাচ্ছেন।

মাওলানা আব্দুস ছোবাহান খান (১০ দলীয় জোট) বাংলাদেশ খেলাফত মজলিসের এ কেন্দ্রীয় নেতা মূলত পেশায় ব্যবসায়ী এবং সপরিবারে ঢাকায় থাকেন। স্থানীয় রাজনীতিতে পরিচিতি কম থাকায় তাকে নিয়ে সাধারণ ভোটারদের মাঝে আগ্রহ সীমিত। তবে জোটের ভোটব্যাংক নিয়ে তিনি আশাবাদী। 

তিনি বলেন, "বিএনপি প্রার্থী জাহান্দার আলীর সাথেই আমার মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করি।"

মাদারীপুর-২ আসনে জামায়াতে ইসলামীর একক অবস্থান খুব শক্তিশালী না হলেও তাদের একটি নির্দিষ্ট ভোটব্যাংক রয়েছে। জোটগত কারণে তারা একক প্রার্থী দেয়নি। অন্যদিকে, আওয়ামী লীগের সাধারণ কর্মী-সমর্থকদের ভোট টানতে প্রার্থীরা পর্দার আড়ালে নানা কৌশলী প্রচার চালাচ্ছেন। অনেক পরিচিত আওয়ামী মুখকেও প্রার্থীদের পক্ষে নীরব বা সরব কাজ করতে দেখা যাচ্ছে।

তৃণমূলের সাথে সম্পৃক্ততা, স্থানীয় ইমেজ এবং দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগের বিবেচনায় এখন পর্যন্ত বিএনপি প্রার্থী জাহান্দার আলী মিয়া মাদারীপুর-২ আসনে জয়ের পথে অনেকটাই এগিয়ে রয়েছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত