ভোট শুধু আপনাদের অধিকার নয়, একটি পবিত্র দায়িত্ব: জামায়াত আমির

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ১০:২৪ |  আপডেট  : ২৩ জানুয়ারি ২০২৬, ১৬:২৭

ভোট শুধু আপনাদের অধিকার নয়, একটি পবিত্র দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় উত্তরবঙ্গ সফরের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার আগ মুহূর্তে সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আপনি যে দল বা ব্যক্তিকে পছন্দ করেন ঠিক তাকে নিসংকোচে ভোট দিবেন। আপনার একটি ভোটই নির্ধারণ করে দিবে আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব কারা পালন করবে। মনে রাখবে ভোট শুধু আপনার অধিকার নয়, এটি একটি পবিত্র দায়িত্ব।’

তিনি বলেন, ‘এবার একজন ব্যক্তি দুইটি ভোট দিতে পারবেন। একটি সরকার গঠনের ভোট আপরটি জুলাই সনদ বাস্তবায়নে গণভোট। গণভোটে আপনারা ‘হ্যাঁ’ ভোট দিবেন। ১৭ বছরের বস্তাপঁচা রাজনীতির বন্দোবস্ত পরিষ্কার করে সম্প্রীতির রাজনীতির চর্চার বিকাশ ঘটাতে হবে।’

জামায়াত আমির বলেন, ‘আমরা মানুষকে কেনার চিন্তা করি না। আমরা মানুষের জীবনের প্রতি সম্মান দেখাই। যারা নিজেরাই এই কাজ করেন তারা উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে এখন চাপানোর চেষ্টা করছেন। ১০ টাকা কেজি চালের মতো অনেক কার্ডের লোভ দেখানো হচ্ছে। মানুষকে ফ্ল্যাট এখনই যেন হাতে তুলে দেওয়া হচ্ছে। আমরা কিন্তু ওই সমস্ত চোরাপথে জনগণের যে ভোটের বৈধ অধিকার এবং পাওয়ার এটাকে আমরা প্রভাবিত করাকে ঘৃণা করি।’

তিনি আরও বলেন, ‘মিথ্যা কোনো স্বপ্ন নয়, সরকার গঠন করলে যৌক্তিকতার ভিত্তিতে ইনসাফভিত্তিক উন্নয়নের আশ্বাস দিয়ে জামায়াত আমির বলেন, জনগণের ভোটে, তাদের ভালোবাসায়, তাদের সমর্থনে আমরা যদি দেশ সেবার সুযোগ পাই, সরকার গঠনের সুযোগ পাই তাহলে যৌক্তিকতার ভিত্তিতে, কোনো অলীক স্বপ্ন নয়, মিথ্যা ওয়াদা নয়, বাস্তবতার ভিত্তিতে আমাদের সর্বশক্তি এবং দেশের জনগণের যে সম্পদ, সেই সম্পদ দিয়ে আমরা ইনসাফভিত্তিক ‍উন্নয়ন এবং সমস্যা সামাধানের উদ্যোগ গ্রহণ করব।’

দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে দুদিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন জামায়াত আমির। শুক্রবার বেলা ১১টায় পঞ্চগড়ে, দুপুর ২টায় দিনাজপুরে, বিকেল ৪টায় ঠাকুরগাঁওয়ে এবং সন্ধ্যায় বিভাগীয় শহর রংপুরে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।

পরদিন সকালে ডা. শফিকুর রহমান জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। ওই দিন সকাল ১০টায় তিনি গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।এরপর দুপুর ১২টায় বগুড়ায়, বিকেল ৪টায় সিরাজগঞ্জে, সন্ধ্যা সাড়ে ৬টায় পাবনায় জনসভা শেষ করে ঢাকায় ফিরবেন জামায়াত আমির।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত