কাউনিয়া বিএনপির আনন্দ মিছিল

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ১৯:৫০ |  আপডেট  : ২২ জানুয়ারি ২০২৬, ২১:৪৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতীক বরাদ্দের পর রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব এমদাদুল হক ভরসার ধানের শীষ প্রতীক পাওয়ায় কাউনিয়া উপজেলার প্রতিটি ইউনিয়নে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। 

বৃহস্পতিবার কাউনিয়া উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা সদরে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় দলীয় নেতাকর্মীদের হাতে ধানের শীষ প্রতীক সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড দেখা যায়। এ ছাড়া উপজেলার হারাগাছ, টেপামধুপুর, শহীদবাগ, কুর্শা সারাই সহ, প্রতিটি ইউনিয়নে পৃথক পৃথক আনন্দ মিছিল হয়। আনন্দ মিছিলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি বলেন, ধানের শীষ জনগণের আশা প্রতীক। দীর্ঘদিন ধরে ভোটাধিকার বঞ্চিত মানুষ এবার ব্যালটের মাধ্যমে তাদের অধিকার পুনরুদ্ধার করবে। তিনি আরও বলেন, আলহাজ্ব এমদাদুল হক ভরসা একজন পরিচ্ছন্ন ও জনবান্ধব নেতা, তিনি নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবেন। আনন্দ মিছিলগুলো শান্তিপ‚র্ণভাবে সম্পন্ন হয় এবং এতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত