বাগেরহাটে নব-নির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহন

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২১, ১৯:০৯ |  আপডেট  : ২ মে ২০২৪, ০৮:২৬

বাগেরহাট সদর উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম। 

এসময় বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দীন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদুজ্জামান,বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল হক, উপজেলা নির্বাচন কর্মকর্তা বাদল অধিকারী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করীমসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও নব নির্বাচিত ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।  

শপথ গ্রহণ অনুষ্ঠানের পূর্বে  উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট চুক্তিপত্র জমা দেননব নির্বাচিত সদস্যবৃন্দ।

এদিন রাখালগাছি, খানপুর, ডেমা, বেমরতা, বিষ্ণুপুর, কাড়াপাড়া, বারুইপাড়া ৭টি ইউনিয়নের নব নির্বাচিত ৮৪ জন সদস্য শপথ গ্রহণ করেন।  

শপথ অনুষ্ঠান শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দীন বলেন, তৃণমূল পর্যায়ে জনগণের সাথে ইউপি সদস্যদের সম্পৃক্ততা খুব-ই গুরুত্বপূর্ণ। সরকারের সকল কর্মকান্ড ও উন্নয়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহীতার সাথে নব নির্বাচিত সদস্যদের দায়িত্ব পালনের আহবান জানান তিনি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত