বজ্রপাতে দুই বন্ধুর মৃত্যু
প্রকাশ: ২৮ মে ২০২৩, ১১:১৮ | আপডেট : ১ জানুয়ারি ২০২৫, ০৮:৪৭
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বজ্রপাতে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছেন জুম্মন সরদার (৩৫) ও কাউসার শেখ (৩৬)। তাঁদের দুজনের বাড়িই লৌহজং উপজেলায়। স্বজনরা জানান, গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে সিরাজদিখান উপজেলার কুসুমপুর এলাকায় ঝড়বৃষ্টি শুরু হলে রাস্তার পাশের একটি লাকড়ির দোকানে আশ্রয় নেয় দুই বন্ধু। এ সময় বজ্রপাতের বিকট শব্দে দুজনেই মৃত্যুর কোলে ঢলে পড়ে।
জুম্মন সরদার পেশায় অটোরিকশা চালক আর কাউসার মৎস্যজীবী। জুম্মন শনিবার সকালে উপজেলার কনকসার থেকে যাত্রী নিয়ে পাশের শ্রীনগর উপজেলার ব্রাহ্মণখোলা এলাকায় যায়। সঙ্গে বন্ধু কাউসারকে নিয়ে নেয়। সেখান থেকে সিরাজদিখানের কুসুমপুর হয়ে ফেরার পথে বজ্রপাতের শিকার হয়। জুম্মনের স্ত্রী ও তিন শিশুসন্তান এবং কাউসারের স্ত্রী ও দুই শিশুসন্তান রয়েছে। জুম্মন উপজেলার পাইকারা গ্রামের মোসলেম সরদারের ছেলে ও কাউসার ধীৎপুর গ্রামের শাহজাহান শেখের ছেলে। মৃত দুই বন্ধুর বাড়ি এক কিলোমিটার দূরত্বে।
সরেজমিনে শনিবার বিকেলে মৃতদের বাড়িতে গিয়ে দেখা যায়, খবর শুনে শত শত মানুষ মৃতদের দেখতে ছুটে আসছে। দুই বন্ধুর একসঙ্গে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক মৃত পরিবারকে ২৫ হাজার টাকা করে নগদ সহায়তা দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও মো. আব্দুল আউয়াল।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত