বগুড়ায় সন্ত্রাসী সাগর বাহিনী কর্তৃক ব্যবসায়ী ছুরিকাহত : ৫ লাখ টাকা ছিনতাই

  সজিবুল আলম সজিব

প্রকাশ: ২৪ জুলাই ২০২৩, ১০:৩২ |  আপডেট  : ৩ জানুয়ারি ২০২৫, ০৫:৫৯

বগুড়ার শাজাহানপুরে ক্ষমতাসীন স্বেচ্ছাসেবকলীগ কর্মী সন্ত্রাসী সাগর বাহিনীর সদস্যরা এক ব্যবসায়ীকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নিরাপদ স্থানে নিয়ে গিয়ে ছুরিকাঘাত করেছে। ছুরিকাঘাতের শিকার ব্যবসায়ী তার কাছ থেকে ৫লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছে। রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার মাথাইল চাপড় নামকস্থানে এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতের শিকার নুরুজ্জামান তালুকদার পান্নু (৪৮) সাবরুল বাজারের রড,সিমেন্ট ও কীটনাশক বিক্রেতা। সে সাবরুল তালুকদার পাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য মনসুর তালুকদার মন্টুর পুত্র। বর্তমানে নুরজ্জামান বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ছুরিকাঘাতের শিকার ব্যবসায়ী নুরুজ্জামানের ভাই পারভেজ জানান, গত ১০/১২ দিন পূর্বে একই এলাকার কুখ্যাত সন্ত্রাসী সাগর তালুকদার তাদের দুই ভাইয়ের কাছে মোটা অংকের টাকা চাঁদা দাবি করে। এতে তারা চাঁদা দিতে অস্বীকার করিলে সাগর বাহিনীর সদস্যরা মারপিট ও হত্যার হুমকি দিয়ে চলে যায়। এরই ধারাবাহিকতায় গতকাল বেলা সাড়ে ১১ টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য বগুড়া শহরের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওনা দেন তার ভাই নুরুজ্জামান পান্নু। ব্যবসা প্রতিষ্ঠান সাবরুল বাজার থেকে ৪০০ মিটার মাথাইল চাপড় নামকস্থানে পৌঁছালে পূর্ব থেকে অবস্থান নেওয়া সাগর বাহিনীর ৩ সদস্য গতিরোধ করে পায়ে একটি ছুরিকাঘাত করে । এরপর দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেলে তুলে নিয়ে ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার দূরে সন্ত্রাসীদের নিরাপদ স্থান দেশমা এলাকায় নিয়ে যায়। এরপর শরীরের বিভিন্ন স্থানে আরো ৪টি ছুরিকাঘাত করে তার ভাইয়ের কাছে থাকা ৫ লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে তিনিসহ এলাকার লোকজন গুরুতর আহত অবস্থায় নুরুজ্জামানকে শজিমেক হাসপাতালে পাঠায়। 

এ বিষয়ে জানতে চাইলে থানার ওসি(তদন্ত) কামাল হোসেন জানান, মামলার প্রস্তুতি চলছে। ঘটনার তদন্তে ও সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে।

উল্লেখ্য, দীর্ঘ ১যুগ ধরে আশেকপুর ইউনিয়নের সাবরুল, মাথাইল চাপড়সহ পশ্চিম এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছেন সাবরুল তালুকদার পাড়া গ্রামের মাদক ব্যবসায়ী গোলাম হোসেনের পুত্র ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ কর্মী সাগর তালুকদার। তিনটি হত্যা, চাঁদাবাজি, জমি দখল, মারপিট, ছিনতাইসহ তার বিরুদ্ধে শাজাহানপুর থানায় ডজন খানেক মামলা চলমান রয়েছে। সন্ত্রাসী সাগর বাহিনীর ভয়ে এলাকার লোকজন মুখ খোলার সাহস পায় না। নীরবে চাঁদা দিয়ে জীবনযাপন করছে পশ্চিম এলাকার ২০ গ্রামের মানুষ।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত