বগুড়ায় যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
প্রকাশ: ২১ মে ২০২৩, ১২:১৩ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০৭:৩৪
বগুড়া শিবগঞ্জে কাঁচা রাস্তা থেকে রক্তাক্ত সাইদুল নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। সে পেশায় একজন ওয়েল্ডিং মিস্ত্রি ছিলেন।
শনিবার ( ২০ মে) ভোর ৬টার দিকে উপজেলার কিচক কেকারপাড়া মোলামগাড়ী এলাকার রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। সাইদুল শিবগঞ্জ উপজেলার বেলাই কারুন্ডা পাড়া গ্রামের শাহাদত হোসেন সাধোর ছেলে। শিবগঞ্জ থানার ওসি মঞ্জুরুল আলম মরদেহ উদ্ধারের বিষয় নিশ্চিত করেছেন।
সাইদুলের স্ত্রী শাকিলা বেগম জানান, শুক্রবার সকাল ৯টায় গ্রিলের কাজ করার উদ্দেশে পাশ্ববর্তী গোবিন্দগঞ্জ উপজেলাধীন রাজা বিরাট এলাকায় যান। কিন্তু কাজ শেষে সেখান থেকে তার স্বামী রাতে বাড়ি ফিরেনি। স্বামীর মোবাইলে একাধিক বার ফোন দিয়ে বন্ধ পেয়েছেন। পরে আজ শনিবার ভোরে কেকারপাড়া মোলামগাড়ী এলাকার রাস্তার পাশে তাঁর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। এলাকাবাসীর দাবী দীর্ঘদিন যাবৎ মাদক সেবনের দৌরাত্বে এমন হত্যাকান্ড ঘটেছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, ‘সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। তিনি বলেন হত্যার সাথে জড়িত সন্দেহে ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত