বগুড়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রকাশ: ২৪ জুলাই ২০২৩, ১৮:৩১ | আপডেট : ১ জানুয়ারি ২০২৫, ২২:০১
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে রেদোয়ান প্রামানিক (১৯) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে গত রবিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩ টার সময় উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামে। রেদোয়ান প্রামানিক সান্দিড়া পশ্চিম পাড়া এলাকার ইসাহাক প্রামানিকের ছেলে।
নিহতের পরিবার ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, রবিবার রাতের খাবার খেয়ে নিজ শয়ন কক্ষে ঘুমানোর জন্য চলে যায় রেদোয়ান। ওই রাতে আনুমানিক সাড়ে ৩ টায় সময় তার চাচাতো ভাই বাহিরে বের হয়ে জানলা দিয়ে দেখতে পায় ঘরের সিলিং ফ্যানের রডের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আছে রেদোয়ান। এ সময় তার চিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা ওই কক্ষে গিয়ে মৃত অবস্থায় মরদেহটি দেখতে পায়। পরিবারের লোকজন জানান, রেদোয়ানের একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল । মোবাইলে প্রেমিকার সঙ্গে ঝগড়া করে এ ঘটনা ঘটিয়ে থাকতে বলে ধারণা করছেন। তারপরেও কেন সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলো এটা আমরা বুঝতে পারছি না। এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনর্চাজ রেজাউল করিম রেজা,যুবকের ঝুলন্ত মরদেহটি সোমবার উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত