বগুড়ায় ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

  রশিদুর রহমান রানা

প্রকাশ: ২২ মে ২০২৩, ১৩:২৬ |  আপডেট  : ১ জানুয়ারি ২০২৫, ০৮:২৮

‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশের ন্যায় বগুড়া শিবগঞ্জে  সোমবার (২২ মে) থেকে ২৮ মে  পর্যন্ত   ৬ দিনব্যাপী ‘ভূমি সেবা সপ্তাহ-২০২৩ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে  একটি র‌্যালি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সভাকক্ষে  উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি তাসনিমুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা পঃপঃ কর্মকর্তক তারক নাথ কুন্ড, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা টিএম আব্দুল হামিদ, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল প্রমূখ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধনকৃত স্মার্ট ভূমিসেবার মূল অংশীজন হিসেবে দেশের জনগণকে সম্পৃক্ত করা, স্মার্ট ভূমিসেবা বিষয়ে সবাইকে পুঙ্খানুপুঙ্খভাবে অবগত করা এবং ভূমি সেবা পাওয়ার ক্ষেত্রে নিজ নাগরিক অধিকারের ব্যাপারের সবার মাঝে সচেতনতা বৃদ্ধি করাই এবারের ভূমি সেবা সপ্তাহের মূল লক্ষ্য। এছাড়া, ভূমিসেবা সপ্তাহকালীন বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে বেশকিছু ভূমিসেবা প্রদান করা হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত