বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৪জন গ্রেপ্তার
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৩, ১২:০৫ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৫, ০৩:১২
বগুড়ার নন্দীগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নন্দীগ্রাম উপজেলার ভাটরা ভাগবজর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার মিরপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে ইব্রাহিম হোসেন (৩৩), মৃত ইসমাইল হোসেন শেখের ছেলে সুমন শেখ (২০), মৃত মজনু শেখের ছেলে আসলাম শেখ (২২) ও কাশেম আলীর ছেলে জিয়াউল হক শুভ (২০)।
নন্দীগ্রাম থানা সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে ১০-১২ জনের সংঘবদ্ধ একটি ডাকাত দল ভাগবজর বাজারের নিকটে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। সেসময় এসআই মজিবর রহমান একদল পুলিশ সদস্য নিয়ে তাদের ধাওয়া করে ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করে। সেসময় একটি অটোরিকশা যোগে ডাকাত দলের আরো ৪-৫ সদস্য পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২টি চাকু, ১টি কাঠের বাট যুক্ত লোহার চাকু, ২টি লোহার রড, ৩টি সাদা রঙের রশি এবং তাদের ব্যবহৃত আরেকটি অটোরিকশা উদ্ধার করা হয়।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের মঙ্গলবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত