বগুড়ায় চলন্ত ট্রেন থেকে পড়ে কিশোরের মৃত্যু
প্রকাশ: ২৪ জুলাই ২০২৩, ১৮:৪৮ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ১৩:৪৫
বগুড়ার আদমদীঘিতে চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাত (১৩) এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলার ছাতিয়ানগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।
জানা যায়, সোমবার বেলা ১১ টায় ওই কিশোর কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা গামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে করে কোথাও যাচ্ছিলেন। উপজেলার ছাতিয়ানগ্রাম রেল স্টেশন এলাকায় পৌঁছাতে ওই ট্রেন থেকে পড়ে ওই কিশোর গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের মৃতদেহ থানায় নিয়ে আসা হয়। তার পরিচয় শনাক্তের জন্য চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত