বগুড়ায় গাড়ি চাপায় বৃদ্ধ নিহত
প্রকাশ: ২৪ জুলাই ২০২৩, ১০:৩৭ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ০৯:৫১
বগুড়ার শাজাহানপুরে মহাসড়কে গাড়ি চাপায় অজ্ঞাত বৃদ্ধ(৭০) নিহত হয়েছে। রবিবার ভোরে ঢাকা-বগুড়া মহাসড়কের সি-ব্লক নামক স্থানে দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ গতকাল সকাল ৭ টায় মহাসড়কের পাশ থেকে লাশ উদ্ধার করে। এ রির্পোট লেখা পর্যন্ত মরদেহের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই বৃদ্ধ একজন পথচারী ছিলেন। ফজরের নামাযের পর মহাসড়কের ধার দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ঢাকাগামী দ্রুতগতির অজ্ঞাত গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। পরিচয় পাওয়া যায়নি। তবে পরিচয় সনাক্তের কাজ চলছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত