বগুড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে হাঁস ও ভেঁড়া বিতরণ

  নাজমুল হুদা

প্রকাশ: ১৮ জুন ২০২৩, ১৮:০০ |  আপডেট  : ৬ জানুয়ারি ২০২৫, ১৯:০৩

বগুড়ার নন্দীগ্রামে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে বিনামূল্যে মুরগির ঘর, হাঁসের ঘর, হাঁস ও ভেঁড়া বিতরণ করা হয়েছে। 

রবিবার (১৮ জুন) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রাণী রায়ের সভাপতিত্বে বিনামূল্যে মুরগির ঘর, হাঁসের ঘর, হাঁস ও ভেঁড়া বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অ. দা.) সাজেদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হাকিবুর রহমান, ভেটেরিনারি সার্জন ডা. শরিফুল ইসলাম, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শর্মী দাশ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি গৌতম মাহাতো প্রমুখ। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১৫০ পরিবারের মাঝে ১৫০টি হাঁসের ঘর এবং ২০টি করে হাঁস, ১২০ পরিবারের মাঝে ২টি করে ভেঁড়া ও ১৫০ পরিবারের মাঝে মুরগির ঘর বিতরণ করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত