ফেনীতে মুহুরী নদীর বেড়িবাঁধে ভাঙন, ছয়টি গ্রাম প্লাবিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৭ আগস্ট ২০২৩, ১৫:৫৪ |  আপডেট  : ৫ জানুয়ারি ২০২৫, ২০:৫৫

ভারী বর্ষণে ফেনীর ফুলগাজী উপজেলার মুহুরী নদীর বেড়িবাঁধের দুই স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে প্লাবিত হয়েছে সদর ইউনিয়নের ছয়টি গ্রাম। আজ সোমবার ভোরে সদর ইউনিয়নের উত্তর বরইয়া গ্রামে এবং সকাল ৯টার দিকে উত্তর দৌলতপুর গ্রামের বেড়িবাঁধে ভাঙন দেখা দেয়। পানি ঢুকে পড়েছে বসতবাড়ি ও ফসলের খেতে।

ভাঙনের কারণে ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর বরইয়া, দক্ষিণ বরইয়া, বিজয়পুর, উত্তর দৌলতপুর, দক্ষিণ দৌলতপুর ও পূর্ব ঘনিয়ামোড়া গ্রাম প্লাবিত হয়েছে। বানের পানিতে আমন ধানের খেত, শাক-সবজির বাগান তলিয়ে গেছে। ভেসে গেছে পুকুরের মাছ।
 
গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক দিনের বৃষ্টি ও ভারতের পাহাড়ি এলাকার উজানের পানিতে গতকাল রোববার দুপুর থেকে মুহুরী নদীর পানিপ্রবাহ বাড়তে থাকে। আজ ভোরে নদীর পানি বিপৎসীমার প্রায় ৫৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে। উজানের পানির চাপে বাঁধের দুটি স্থান ভেঙে ছয়টি গ্রাম প্লাবিত হয়।

ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম বলেন, ছয়টি গ্রামের মানুষের বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। স্থানীয় লোকজন অনেক চেষ্টা করেও প্রবল স্রোতের কারণে বাঁধ রক্ষা করতে পারেনি।

এ বিষয়ে ফেনীর পানি উন্নয়ন বোর্ডের ফুলগাজী-পরশুরাম এলাকার দায়িত্বে নিয়োজিত উপবিভাগীয় প্রকৌশলী মো. আরিফুর রহমান বলেন, পানি উন্নয়ন বোর্ড নিয়মিত বাঁধের অবস্থার দিকে নজর রাখছিল।

বৃষ্টি বন্ধ হলে ভাঙা বাঁধ পুনরায় নির্মাণ করা হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত