শুদ্ধাচার কৌশলের কার্যকর বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা

প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সাথে সনাক জামালপুরের অধিপরামর্শ সভা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১৬:৩৪ |  আপডেট  : ২৬ নভেম্বর ২০২৫, ১৭:০৪

২৬ নভেম্বর ২০২৫, জামালপুর: শুদ্ধাচার কৌশল প্রণয়ণ ও এর কার্যকর বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেন জামালপুর সদর উপজেলার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম। সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুর এর উদ্যোগে ২৬ নভেম্বর ২০২৫ প্রাথমিক শিক্ষা সেবার মান উন্নয়নে এক মতবিনিময় সভায় তিনি এই প্রতিশ্রুতি ব্যাক্ত করেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত সভায় তিনি বলেন, বিভিন্ন কারণে শুদ্ধাচার কৌশলের যথাযথ বাস্তবায়ন ব্যহত হলেও ২০২৬ সালের জন্য একটি কৌশলপত্র প্রস্তুত ও চর্চার মাধ্যমে এর ধারাবাহিকতা রক্ষার উদ্যোগ নেয়া হবে।

টিআইবি এরিয়া কো-অর্ডিনেটর মো: আরিফ হোসেন এর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সনাকের ইয়েস শিক্ষা বিষয়ক উপকমিটির যুগ্ম আহŸায়ক রফিকুজ্জামান মল্লিক। তিনি বলেন, প্রাথমিক শিক্ষা সেবার মান উন্নয়নে শিক্ষা কর্তৃপক্ষের সাথে মতবিনিময় সভা সনাক-এর ধারাবাহিক কার্যক্রমের অংশ। সনাকের চলমান প্রকল্প প্যাকটা বাস্তবায়নে শিক্ষা সেবার মান উন্নয়নে এই কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় তিনি উপজেলা শিক্ষা অফিসের চলমান সহায়তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। সভায় ঝড়ে যাওয়া শিক্ষার্থী রোধে উদ্যোগ গ্রহণ, শিক্ষকদের হোম ভিজিট বৃদ্ধি, নিয়মিত সমাবেশ এসএমসি ব্যবস্থাপনা, বিদ্যালয়ের নৈতিকতা কমিটি কার্যকর করা, প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েব পোর্টাল হালনাগাদ করা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। মতবিনিময় সভায় উপস্থিত থেকে মতামত প্রকাশ করেন জামালপুর সনাক সভাপতি শামিমা খান, সনাকের শিক্ষা বিষয়ক উপকমিটির আহŸায়ক মনোয়ারা খানম ও সদস্য সাজ্জাত হুসেন, তামান্না সালেহীন কবিতা এবং উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তাবৃন্দ।

জামালপুর সনাকের শিক্ষা বিষয়ক উপকমিটির আহŸায়ক মনোয়ারা খানম বলেন, সনাক এর বিভিন্ন কার্যক্রমের ফলে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে গুণগত পরিবর্তন সাধিত হয়েছে। প্রাথমিক শিক্ষা সেবার মান উন্নয়নে ও স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুরের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত