প্রযোজনার প্রথম সিনেমায় নায়ক হিসেবে রাকিবকেই নেব: মাহি

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০২২, ১১:২৭ |  আপডেট  : ২ জানুয়ারি ২০২৫, ০১:০৯

ক্যারিয়ারের শুরুতে মাহিয়া মাহি অভিনয় নিয়ে বেশ মনোযোগী ছিলেন। শুটিং ডাবিংয়ে ব্যস্ত সময় কাটত তার। সম্প্রতি ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ে করে সিনেমা থেকে অনেকটা দূরে আছেন। এখন অভিনয়ের পাশাপাশি গাজীপুরের রেস্তোরাঁ ব্যবসায় সময় দিচ্ছেন এই চিত্র নায়িকা। 

মাহি বলেন, ‘ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছি বলে অভিনয় ছাড়ছি এমন নয়। আগে একসঙ্গে অনেক সিনেমায় কাজ করেছি। কিন্তু এখন বছরে একটি বা দুটি সিনেমায় অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছি। সিনেমা প্রযোজনা করার কথা ভাবছি। প্রথম সিনেমায় নায়ক হিসেবে স্বামী রাকিব সরকারকেই নেব।’
 
তবে কবে নাগাদ তিনি প্রযোজনায় নামবেন, সে প্রসঙ্গে স্পষ্ট কিছু জানাননি। অনেকেই ধারণা করেছিলেন মাহি সিনেমা থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। সেই ধারণা বদলাতেই মাহি জানালেন নতুন সিনেমা প্রযোজনার কথা। সিনেমায় অভিনয়ের পাশাপাশি সিনেমা প্রযোজনায় নাম লেখাতে চান তিনি। প্রযোজিত প্রথম ছবির নায়ক হিসেবে স্বামী রাকিব সরকারকেই তার প্রথম পছন্দ। তবে কবে নাগাদ প্রযোজনায় আসতে চান সে বিষয়ে কিছুই জানা যায় নি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত