প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে জুলাই আন্দোলনে আহতদের অবস্থান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩২ |  আপডেট  : ৫ এপ্রিল ২০২৫, ০০:০২

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন জুলাই আন্দোলনে আহতরা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে তারা মিছিল নিয়ে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে এসে সড়কে বসে পড়েন। এসময় তাদের উপযুক্ত ক্ষতিপূরণ ও পর্যাপ্ত সহায়তার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

আহতরা উপদেষ্টার কার্যালয়ে প্রবেশের গেটের সামনের সড়কে বসে আছেন। তাদের পুলিশ ও কার্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএনসহ বিভিন্ন সংস্থার সদস্যরা ঘিরে দাঁড়িয়ে আছেন।

এর আগে বিভিন্ন সময় আন্দোলনে আহতরা স্বীকৃতি ও পুনর্বাসনের দাবিতে রাজধানীর শ্যামলী, শাহবাগ, উপদেষ্টার বাসভবন যমুনা অবরোধ করেছিলেন। 

জুলাই গণ-অভ্যুত্থানে আহতরা রোববার রাতে পুলিশের ব্যারিকেড ভেঙে মধ্যরাতে রাজধানীর মিন্টো রোডে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন।

বিক্ষোভকারীদের শান্ত করতে রোববার রাত ১২টার দিকে সেখানে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বিক্ষোভকারীদের সুচিকিৎসার জন্য আশ্বাস দিলেও হট্টগোল আর চিৎকারের কারণে ভালোভাবে কথাও বলতে পারেননি।

রোববার বেলা ১১টায় তারা সেখান থেকে সরে শ্যামলীর শিশুমেলার মোড়ে সড়কে বসে পড়েন। সেখান থেকে সন্ধ্যা ৭টার দিকে তারা রওনা হন প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে। সেখানে যাওয়ার পথে রাত পৌনে ৯টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে তাদের আটকে দেয় পুলিশ। এরপর সেখানে বসেই বিক্ষোভ শুরু করেন শতাধিক আন্দোলনকারীরা। রাত পৌনে ১২টার দিকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনের ব্যারিকেড ভেঙে তারা যমুনার দিকে এগিয়ে যান। 

সেনাবাহিনীর সদস্যরা তখন ব্যারিকেড দিয়ে তাদের আটকানোর চেষ্টা বাধা পেরিয়ে মিন্টো রোডের তিন রাস্তার মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা।রাত দেড়টার পরও আহত বিক্ষোভকারীদের অনেককে যমুনার ঠিক সামনেই রাস্তায় অবস্থান নিয়ে থাকতে দেখা যায়। তাদের কেউ কেউ রাস্তায় শুয়ে ছিলেন। 

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত