পাহাড়ধসে মহালছড়ি-জালিয়াপাড়া সড়কে যান চলাচল বন্ধ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৩, ১৪:৩৩ |  আপডেট  : ২ মে ২০২৪, ০৬:৩৭

টানা বর্ষণে পার্বত্য খাগড়াছড়ির মহালছড়ি-জালিয়াপাড়া সড়কে পাহাড়ধসে যান চলাচল বন্ধ রয়েছে। রোববার (২৭ আগস্ট) ভোরে সড়কের পঙ্খিমুড়া পুরাতন সেনাবাহিনীর ক্যাম্পের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাতভর ভারী বৃষ্টিতে মহালছড়ি-সিন্দুকছড়ি-জালিয়াপাড়া সড়কের পঙ্খিমুড়া পুরাতন সেনাবাহিনীর ক্যাম্পের পাশে পাহাড়ধসে পড়ে। ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য মো. শাহাদাত হোসেন জানান, পাহাড়ধসে পড়ায় জালিয়াপড়া যাওয়ার পথে পঙ্খিমুড়ায় আটকা পড়েছে মানুষ। এখনো রাস্তা বন্ধ রয়েছে।

এ বিষয়ে সিন্ধুকছড়ি ইউনিয়নের চেয়ারম্যান রেদাক মারমা বলেন, ভারী বর্ষণে পাহাড়টি ধসে পড়ে। যার কারণে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত