পদ্মা সেতু বিশ্বের দরবারে অনন্য মাইল ফলক: মেয়র খালিদ হোসেন ইয়াদ
প্রকাশ: ১২ জুন ২০২২, ১৩:৪৮ | আপডেট : ৫ জানুয়ারি ২০২৫, ১২:৩৮
পদ্মা সেতু বিশ্বের দরবারে অনন্য মাইল ফলক। পদ্মা সেতুর সাথে মাদারীপুরের সৌন্দর্য ওতোপ্রোত ভাবে জড়িত।পদ্মা সেতু উদ্বোধনের পর মাদারীপুরের দৃশ্য পাল্টে যাবে। এখানে প্রবেশে করবে অনেক পর্যটক। তাই যার যার নিজ নিজ ডোবা পুকুর পরিস্কার করে সৌন্দর্য বর্ধনে সহযোগিতা করুন। রবিবার সকালে মাদারীপুর পৌরসভা আয়োজিত ৩ নং ওয়ার্ডের সবুজবাগ ২ নং পুলিশ ফাড়ি সংলগ্ন পুকুর পাড়ে ‘‘ডেঙ্গু রোগ প্রতিরোধে ঝোপঝাড়,কচুরিপানা পরিস্কার ও মশক নিধন কার্যক্রম” অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে মিউনিপাল এসোসিয়েশন অব বাংলাদেশ ( ম্যাব) এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও মাদারীপুর পৌরসভার মেয়র মো: খালিদ হোসেন ইয়াদ এ কথা বলেন।
মাদারীপুর পৌরসভার মেডিকেল অফিসার ডা: হরষিত বিশ্বাস এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য, পৌর নির্বাহী কর্মকর্তা খোন্দকার আবু আহম্মেদ ফিরোজ ইলিয়াস, ১ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর সাইয়েদা সালমা, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর রাজিব মাহমুদ কাওসার প্রমুখ।
পরে এ কার্যক্রমের আওতায় কুকরাইলস্থ বরিশাল খানেরও কচুরী-পানা পরিস্কার করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত