পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির ৭ নেতাকে আমন্ত্রণ

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ২২ জুন ২০২২, ১৪:০০ |  আপডেট  : ৫ জানুয়ারি ২০২৫, ০১:৩১

আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সর্ববৃহৎ এই সেতু উদ্বোধন করবেন। সেতুর উদ্বোধন উপলক্ষে মুন্সীগঞ্জের মাওয়া-জাজিরা প্রান্তে একটি জনসভা হবে। পদ্মাসেতুর উদ্বোধনী অনুষ্ঠানের বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছে সরকার। সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের ‍উপ সচিব দুলাল চন্দ্র সূত্রধর বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম থান ও ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ এই ৭জনের নামে আমন্ত্রণের কার্ড দেওয়া হয়।

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, খায়রুল কবির খোকন, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া উপস্থিত ছিলেন।

 এ সময় সেতু বিভাগের উপসচিব দুলাল চন্দ সুত্রধর (বাজেট) বলেন, ‘আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন করবেন। আমি বিএনপি নেতৃবৃন্দকে উদ্বোধনের আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছি বাংলাদেশ সরকারের পক্ষে। আমরা প্রত্যাশা করছি উনারা উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আমার দায়িত্ব ছিল বিএনপির ৭ জন নেতা কর্মীকে দাওয়াত দেওয়ার, আমি সেটা করেছি।’ 

এর আগে পদ্মা সেতুর অর্থায়ন বন্ধে বিএনপিসহ অনেকেই ষড়যন্ত্র করেছে বলে বিভিন্ন সময়ে সরকার অভিযোগ করেছেন। তবে সবকিছু ছাপিয়ে পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ, এখন সেতু উদ্বোধনের অপেক্ষায়। এমন পরিস্থিতিতে সেতুর উদ্বোধন অনুষ্ঠানে বিএনপিকে আমন্ত্রণ জানানো হবে কিনা তা নিয়ে সংশয় ছিল। যদিও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিভিন্ন সময় বলেছিলেন বিএনপিসহ সকল রাজনৈতিক দলকে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে। কিন্তু কবে আমন্ত্রণ জানানো হবে সেই তারিখ বলেননি তিনি। আজ সেতু বিভাগের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিএনপিকে আমন্ত্রণ জানানো হলো। 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত