পঞ্চগড়ে অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  

  পঞ্চগড়  প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১৯:১২ |  আপডেট  : ২৯ এপ্রিল ২০২৫, ০৫:২৩

তরুণ মন গড়ুক দেশ, জুয়ার নেশা করুক শেষ “এই শ্লোগানে অনলাইন জুয়ায় আসক্তদের বাঁচাতে এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার ইসলামী ফাউন্ডেশনের সহায়তায় পঞ্চগড় অনলাইন জুয়া বিরোধী কমিটির আয়োজনে দিনব্যাপী সেমিনারটি পঞ্চগড় সদর উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক রাজিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে স্বাগত বক্তব্য দেন কমিটির আহ্বায়ক এএফএম তানজিরুল ইসলাম। সেমিনারে অন্যান্যদের মধ্যে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ হিল জামান, কমিটির উপদেষ্টা অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম খায়ের, আজহারুল ইসলাম জুয়েল, প্রবীণ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, সদস্য অ্যাডভোকেট আতিকুর রহমান, শিব্বির আহমেদ সুজন বক্তব্য দেন।  

এসময় বক্তারা ধর্মীয় ও সামাজিক দৃষ্টিভঙ্গির আলোকে জুয়ার  খারাপ দিক  তুলে ধরেন। এখনই সাথে জুয়ার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার উপড় গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিদ্যমান আইনের সংশোধনী এনে এর প্রয়োগ করার দাবি করেন।পঞ্চগড় সদর উপজেলার সকল মসজিদের ইমাম, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও সহ শতাধিক ভ’ক্তভোগীরা উপস্থিত ছিলেন। কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট এম এ কে মিলন সেমিনারটি সঞ্চালনা করেন।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত