পঞ্চগড়ের ভজনপুর পোস্ট অফিস নিয়ে সংবাদ সম্মেলন

প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ২২:১৩ | আপডেট : ৪ এপ্রিল ২০২৫, ০৬:৪৩

পঞ্চগড়ের তেঁতুলিয়ার উপজেলার ভজনপুরের চার দশকের পোস্ট অফিসটি সরিয়ে দোকানঘর নির্মাণ করা হচ্ছে। বিষয়টি নিয়ে গনমাধ্যমে সংবাদ প্রকাশ সহ স্থানীয় ভাবে আলোচনা সমালোচনা ওঠে আসায় হওয়ায় সংবাদ সম্মেলন করে তার পূর্নাঙ্গ ব্যাখ্যা দিলেন ওই ইউনিয়নের চেয়ারম্যান মসলিম উদ্দিন। মঙ্গলবার দুপুরে ভজনপুর পুরাতন ইউনিয়ন পরিষদে এই সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় তিনি বলেন, আমার সম্মান নষ্ট করার জন্যই একটি চক্র পোস্ট অফিসকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। পোস্ট অফিস যে ভবনটিতে ছিলো সেটি মূলত ইউনিয়ন পরিষদের ভবন। জায়গাটি সড়ক ও জনপথ বিভাগের হলেও বহু বছর ধরে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানরা এখানে বসে দায়িত্ব পালন করেছেন। পরে একটি কক্ষে পোস্ট অফিসের জন্য জায়গা দেয়া হয়। অন্য কক্ষটি ভাড়া দেয়া হয়। কিন্তু বর্তমানে ভবনটির নাজুক পরিস্থিতি হওয়ায় পরিষদের অর্থায়নে তা সংস্কারের উদ্যোগ নেয়া হয়। সংস্কার কাজের জন্য পোস্ট অফিসের কার্যক্রম আপাতত পুরাতন ইউনিয়ন পরিষদে চলছে।
এছাড়া ইউনিয়ন পরিষদের ওই জায়গাটি পরিষদের আাওতায় আনা হয়। কারন পরিষদের সম্পত্তি রক্ষা ও রক্ষানাবেক্ষণের দায়িত্ব ইউনিয়ন চেয়ারম্যান ও সংশ্লিষ্ট পরিষদ কর্তৃপক্ষের। মসলিম উদ্দিন বলেন আামি কোনো অন্যায় করিনি। ওই দোকান ঘরের জমি ২ নং খাস খতিয়ানের। তার কাগজ আমার কাছে রক্ষিত আছে। কিন্তু বিষয়টিকে রঙ মাখিয়ে দখলসহ নানা অভিযোগ তোলা হচ্ছে। এ বিষয়ে তেমন কিছু না জানলেও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহিনের নামেও মিথ্যাচার করা হয়েছে। আমরা এসব অপপ্রচারের তীব্র নিন্দা জানাই। সেই সাথে সকল গণমাধ্যমকর্মীদের সরেজমিনে এসে প্রকৃত চিত্র তুলে ধরার অনুরোধ করছি। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ইউপি সদস্য মকবুল হোসেন বাঙ্গালী, শামসুল হক সরকার, তবিবর রহমান, পোস্ট মাস্টার কারিমুল ইসলামসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত