নিউমার্কেটে নাহিদ হত্যায় কাইয়ুমসহ ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থী গ্রেপ্তার
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২২, ১২:৪২ | আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ১৬:৫৮
রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষে নিহত নাহিদ মিয়াকে হত্যার অভিযোগের কাইয়ুমসহ ঢাকা কলেজের ৫ শিক্ষার্থীকে ঢাকার বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— ঢাকা কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল কাইয়ুম, পলাশ মিয়া, মাহমুদ ইরফান, ফয়সাল ইসলাম এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রথম বর্ষের মো. জুনাইদ বুগদাদী।
আজ বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) একেএম হাফিজ আক্তার এ তথ্য জানান।
এই ৫ জন শিক্ষার্থী সামনের সারিতে থেকে হামলায় অংশ নেন। তাদের সবার হাতেই দেশীয় অস্ত্র ছিল। গ্রেপ্তারের সময় তাদের কাছে থেকে উক্ত ঘটনায় ব্যবহৃত হেলমেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে নাহিদকে প্রথম আঘাত করেন ঢাকা কলেজের শিক্ষার্থী কাইয়ুম। তার পরনে সাদা ডোরাকাটা নীল টি-শার্ট ছিল। নাহিদকে কোপানো চিহ্নিত যুবককে এখনো খুঁজছে পুলিশ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত